1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে কার-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন আহত বোয়ালখালীতে কুল চাষে সাফল্য বোয়ালখালীতে ২ গাঁজা সেবনকারীকে ৭ দিনের জেল ও  অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত কর্ণফুলী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ সদস্যদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চেয়ারম্যান – সচিবের দ্বন্দ্বে বোয়ালখালীতে ভোগান্তিতে জনসাধারণ বোয়ালখালীতে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী সিআইপি বোয়ালখালীতে শরীফ ওসমান বিন হাদির  গায়েবানা জানাজা বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বোয়ালখালীতে ধানের শীষের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা

চট্টগ্রামে ভুয়া জন্মসনদ নিয়ে কাউন্সিলর কার্যালয়ে, গ্রেপ্তার ২

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে

পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রামে ভুয়া জন্ম নিবন্ধন সনদ দিয়ে জাতীয়তা সনদ আনতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে, যিনি জাল জন্ম নিবন্ধন সনদ তৈরি করতেন।
নগরীর হালিশহর ও আগ্রাবাদ এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তারের কথা বলেছেন হালিশহর থানার ওসি কায়সার হামিদ।
গ্রেফতারকৃত দুজন হলেন- মো. সাগর (২৪) ও রেজাউল করিম (২৫)। পুলিশ বলছে, তারা কখনও কাউন্সিলর কার্যালয়ের কর্মচারী, আবার কখনও পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয় দিতেন। সহজে জন্ম নিবন্ধন করে দেওয়ার কথা বলে মানুষের কাছে থেকে টাকা নিতেন। এই বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ দৈনিক দেশবার্তা কে বলেন, হালিশহর ২৫ নম্বর রামপুরা ওয়ার্ড কার্যালয়ে গিয়ে মঙ্গলবার জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে জাতীয়তা সনদ নিতে যান সাগর। সেসময় দায়িত্বরতদের সন্দেহ হওয়ায় জন্ম সনদ যাচাই করলে তারা সেটি ভুয়া দেখতে পান।জন্ম সনদটিতে কাউন্সিলরের স্বাক্ষর ছিল স্ক্যান করা, পাশাপাশি যে নম্বরটি ছিল তাদের বালাম বইয়েও নেই। পরে পুলিশকে জানানো হলে সাগরকে আটক করে থানায় নেওয়া হয়। এরপর সাগরের দেওয়া তথ্যে আগ্রাবাদ এলাকা থেকে জাল সনদের ‘কারিগর’ রেজাউলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, রেজাউল আগ্রাবাদ এলাকায় একটি ফটোকপির দোকানে কাজ করেন। মানুষ অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন করতে আসলে তাদের ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর ও জন্ম নিবন্ধন সহকারীর সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া জন্ম সনদ তৈরি করে দিতেন। রেজাউলের কাছ থেকে ওয়ার্ড কাউন্সিলর, জন্ম নিবন্ধন সহকারীর সিল, সনদ ও আবেদন ফরম জব্দ করা হয়েছে বলে জানান তিনি। পরে এ ঘটনায় ২৫ নম্বর রামপুরা ওয়ার্ড সচিব বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট