1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় বাস চালক নিহত সোনাইমুড়ীতে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা বোয়ালখালীতে আহলা দরবার শরীফে জশনে জুলুস উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারাঃ রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩, আহত-১০ বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে নবীন বরণ  বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে নবীন বরণ মানবিক বিশ্বের উদাহরণ হোক ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচার  -নোহা নেছার অন্নি

চকরিয়ার ডুলাহাজারায় আম পাড়তে গিয়ে শশুর বাড়ির ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় শশুর বাড়িতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ফারহানা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল পৌঁনে ১০টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহত ফারহানা ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী। বিয়ের এক বছর পার না হতেই তাদের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে।

ঘটনা সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে শশুর বাড়ি রংমহলে দ্বিতল বিশিষ্ট নির্মাণাধীন ভবনের প্রথম তলার ছাদে উঠে লম্বা বাঁশ দিয়ে গাছের কাঁচা আম পাড়ছিল গৃহবধূ ফারহানা। একপর্যায়ে সে ছাদ থেকে মাটিতে ছিটকে পড়ে। শশুর বাড়ির লোকজন দেখে তাকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পিত্রালয়ের লোকজনও সেখানে উপস্থিত হয়। সম্পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় আহত ফারহানা স্বজনদের নিকট সম্পূর্ণ ঘটনার বর্ণনা দেন। পরে ১১টা ৩৫ মিনিটে ফারহানাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে নিহতের শশুর নুরুল কবির নুরু বলেন, পুত্রবধূ ফারহানার সাথে কারো কোন বিরোধ বা মনোমালিন্য ছিল না। তার চালচলনে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা সবাই সন্তুষ্ট। পরিবারের অন্যান্য সদস্যদের অজান্তে সে ছাদে আম পাড়তে উঠে। একপর্যায়ে ছাদ থেকে মাটিতে পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত ফারহানার পিতা ফরিদ আলম বলেন, মেয়েটি শশুর বাড়িতে যেমন সবার সাথে মিলেমিশে ছিল, তেমনিভাবে পিতার বাড়িতেও সবার আন্তরিকতা নিয়ে হাসিখুশি থাকতো। যেহেতু কন্যা ঘটনা সম্পর্কে সবাইকে বলে গেছে, সে অনুযায়ী এ মৃত্যুতে কারো হাত নেই। তাই নিজের কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।

জানা গেছে, বিগত আট মাস আগে খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার ফরিদ আলমের কন্যা ফারহানা আক্তারের সাথে আনুষ্ঠানিক বিয়ে হয় ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার নুরুল কবির নুরুর পুত্র কামাল উদ্দিনের সাথে। বিয়ের কয়েকমাস পর কামাল মালয়েশিয়া প্রবাসে চলে যায়। শুক্রবার স্ত্রী মৃত্যুর খবর পেয়ে মালয়েশিয়া থেকে কামাল উদ্দিন দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলেও জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম। তিনি বলেন, আম পাড়তে গিয়ে ছাদ থেকে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার। এ ব্যাপারে কারো বিরুদ্ধে অভিযোগ নেই বলেও জানান মেম্বার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট