1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

আইন সহায়তা ফাউন্ডেশনের স্বাধীনতা দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

আইন সহায়তা ফাউন্ডেশনের স্বাধীনতা দিবসের আলোচনা ও পরিচিতি সভায়
সুপ্রিমকোর্ট হাই বিভাগে বিচারপতি অবঃ মাননীয় বিচার প্রতি এ.এন.এম. বসির উল্লাহ
দেশপ্রেম, মানবতা, মানবাধিকার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে হবে

গত ২৭ মার্চ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) আইন সহায়তা ফাউন্ডেশন উদ্যোগে স্বাধীনতা দিবসের আলাচনা সভা ও পরিচিতি সভা চট্টগ্রাম প্রেসক্লাবস্থা “বঙ্গবন্ধু হল” এ আসফ চট্টগ্রাম বিভাগের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবুল হাশেম’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন বাংলাদেশ সুপ্রিমকোর্ট হাই বিভাগে বিচার প্রতি অবসরপ্রাপ্ত মাননীয় বিচার প্রতি এ.এন.এম. বসির উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন আইন সহায়তা ফাউন্ডেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী
চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক। আলোচনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পিপি এড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, চট্টগ্রাম মহানগর পিপি এড. আব্দুর রশিদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড. মোঃ কফিল উদ্দীন, অতিরিক্ত পিপি এড. শামসুল আলম, এডিটরস ফোরামের সভাপতি সাংবাদিক মিজান চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ। এসময় উপস্থিত সংগঠনের আল আমিন, সাইফুল, আরিফ, আকবর, আজমা আকতার রিয়া প্রমুখ। এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আইন শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার, গণতন্ত্র এবং দেশের উন্নয়নে আমাদেরকে সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। দেশের স্বাধীনতার চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। দেশপ্রেম, মানবতা, মানবাধিকার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। দেশ উন্নয়নে কর্মযজ্ঞে বহুদুর এগিয়ে যাচ্ছে কিন্তু দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণ, শিক্ষা, আইন, মানবাধিকার, স্বাস্থ্যসেবা, সুন্দর বসবাসের নিশ্চয়তা নিশ্চিতকরণে আমাদেরকে আরো বেশি গঠনমুলক ভুমিকা রাখতে হবে। তিনি বলেন পবিত্র রমযানসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ও বিভিন্ন মৌমুম ঘিরে আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যকে মুহুর্তের মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ীরা যে অতিরিক্ত হারে দাম বাড়িয়ে দেয় তা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার।কালো এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের থেকে জাতি থেকে রক্ষার জন্য আইনের শাসন ও মানবাধিকার সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন স্বাধীনতার ৫৩ বছরে দেশ আজ বহুদুর এগিয়ে গেছে। এই এগিয়ে যাওয়ার অগ্রযাত্রাকে আরো বেশি মজবুত ও সমৃদ্ধ করতে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র সুনিশ্চিতে সবাইকে নিজ নিজ অবস্থানে ভুমিকা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট