1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ হতে মরহুম মওলানা আবদুস সোবহান (রহ.) এর ১০৬ তম ওফাত বার্ষিকীতে খতমে কুরআন, দোয়া মাহফিল সম্পন্ন পেকুয়া সাংবাদিক সমিতির বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যৌতুক মামলার আসামী মিরাজ গ্রেফতার। চট্রগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে “আই লাভ ফরেস্ট”  স্থাপন।  ইপিজেড থানা পুলিশের অভিযানে(পাঁচশত) গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার পটিয়ায় জাতীয় পার্টির উদ্যােগে মহান মে দিবস পালন।। শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের জন্য পার্টি’কে শক্তি শালী করার আহবান  পটিয়া- কর্ণফুলী উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির ৩১ সদস্য কমিটি ঘোষণা চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক। উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলম। উপজেলা পর্যায়(কলেজ) শ্রেষ্ঠ শিক্ষক২০২৪ হলেন হাজী এম এ কালাম সরকারি কলেজ এর মুজাহিদুল ইসলাম

জাতীয় বীমা দিবস উপলক্ষে ডাক জীবন বীমা,চট্টগ্রামের ” ডাক জীবন বীমা প্রসার: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

জাতীয় বীমা দিবস-২৪ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ডাক জীবন বীমা, চট্টগ্রামের উদ্যোগে “ডাক জীবন বীমা প্রসারঃ সমস্যা ও সম্ভাবনা ” শীর্ষক সেমিনার হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক জীবন বীমা, ঢাকার জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম। সেমিনার উদ্বোধন করেন পোস্ট মাস্টার জেনারেল, চট্টগ্রাম জনাব মোঃ ছালেহ আহাম্মদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রিজিওনাল ম্যানেজার, চট্টগ্রাম জনাব কাজী মামুনুর রশিদ।
এজিএম(ফিল্ড), চট্টগ্রাম জনাব গোপাল নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তা ছিলেন সুপারিন্টেন্ডেন্ট (পিএলআই), চট্টগ্রাম জনাব কে.এম.আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জিপিও’ র সিনিয়র পোস্ট মাস্টার জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জনাব বাসুদেব চন্দ্র দে ও সুজন ভট্টাচার্য এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এজিএম (ফিল্ড), সিলেট জনাব মোঃ রাসেল, এজিএম (ফিল্ড), কুমিল্লা জনাব মোঃ মনিরুল ইসলাম।
ডাক জীবন বীমা সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন মিসেস শিল্পী তালুকদার ও জনাব আবদুল ওয়াজেদ অনিক।
সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন এপিএমজি জনাব নিপুল তাপস বড়ুয়া, পোস্ট মাস্টার (সঞ্চয়) জনাব মোঃ সেলিম, জনাব মানিক চন্দ্র সিংহ, ডিআরএম জনাব মনজুর হোসাইন, জনাব নুরুল মোস্তফা চৌধুরী, জনাব আবদুর রহমান, জনাব আবু হেলাল, পরিদর্শক জনাব রাজীব চৌধুরী, কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব সাইফুল ইসলাম চৌধুরী, জনাব মোঃ মোজাম্মেল হোসেন, মিসেস কানিজ ফাতেমা, জনাব সেকান্দর হোসেন তালুকদার, সুপার (মাঠ), রাঙ্গামাটি জনাব জাহেদুল হক ভূইঁয়া, পরিদর্শক(মাঠ), হবিগঞ্জ জনাব শাহ মোঃ আমীর হোসেন, পরিদর্শক(মাঠ), কক্সবাজার জনাব মোঃ সাজ্জাদুল কাদের চৌধুরী, হাটহাজারী উপজেলা পোস্ট মাস্টার ইব্রাহিম খলিল, চকবাজারের এসপিএম মোহাম্মদ আলী।
বীমা প্রচারকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব সরওয়ার আলম, কর্মচারী নেতা জামাল হোসেন চৌধুরী, রাঙ্গামাটির জনাব মোঃ ইউছুফ মিয়া, তমল কান্তি দাশ, প্রীতিকণা কর্মকার, বরইছড়ি ইউপিএম আহমদ জলিল, কুতুবদিয়ার ইউপিএম জালাল উদ্দীন, পটিয়ার আবুল বাসার, আবদুল মালেক, তপনজ্যোতি চাকমা, আবুল কালাম, মোজাম্মেল হক, তানজিলুল কবির, নিশিতা, পিংকি প্রমূখ।
আলোচকবৃন্দ বীমাশিল্পের প্রসারে ডাক জীবন বীমার সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। বীমা ব্যবসার সম্প্রসারণে বিরাজমান সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে ডাক জীবন বীমার উত্তরণে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সেমিনারের সুপারিশসমূহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট