1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আলহাজ্ব আহমদ নবী সওদাগরের কবরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নুরুল আবছারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন চাঁপাইনবাবগঞ্জে কবিগুরুর ১৬৩তম জন্মবার্ষিকী পালন। সামাজিক অবক্ষয় -শাহিদা আকতার জাহান কবি মিনার মনসুরের একুশে পদক প্রাপ্তি উপলক্ষে পটিয়ার বড়লিয়া গ্রামে স্বজন ও সুহৃদ সমাবেশ ফেরিঘাটে বেইলি ব্রিজে ফের টেম্পোর ধাক্কায় আহত একজন প্রিমিয়ার শো’র মাধ্যমে মুক্তি পেলো এস.ডি.জীবনের ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ হতে মরহুম মওলানা আবদুস সোবহান (রহ.) এর ১০৬ তম ওফাত বার্ষিকীতে খতমে কুরআন, দোয়া মাহফিল সম্পন্ন পেকুয়া সাংবাদিক সমিতির বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যৌতুক মামলার আসামী মিরাজ গ্রেফতার। চট্রগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে “আই লাভ ফরেস্ট”  স্থাপন। 

শাহ্ আবদুল মালেক আল-কুতুবী (রাহ:)’র পবিত্র বার্ষিক ওরস শরীফ ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী

  • প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার:
অলিকুল সম্রাট,সুলতানুল আরেফিন,খাতেমুল আউলিয়া,মুজাদ্দিদে আখেরুজ্জামান,মুসলিহ আজম,গাউছে মুখতার হযরতুল আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দিন আ’জমী (রহ:)’র বাবাজান কেবলা আলমের ২৪ তম মহান পবিত্র বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ ১৮ ও ১৯ ফেব্রুয়ারি (রবি,সোম) দু’দিন ব্যাপী কুতুব শরীফ দরবার কুতুবদিয়া,কক্সবাজার অনুষ্ঠিত হবে।
বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ এ উপলক্ষ্যে দু’দিন ব্যাপী নানা কর্মসূচির পালিত হবে।
কর্মসূচির মধ্যে কুতুব শরীফ দরবার প্রকাশনা পরিষদ কর্তৃক ম্যাগাজিন পয়গামে বেলায়ত,হিফজুল কুরআন প্রতিযোগিতা,
দু’দিন ব্যাপী মিলাদ মাহফিল এতে দেশ বরেণ্য অসংখ্য উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। কুতুব শরীফ দরবার কর্তৃক পরিচালিত শাহ্ মালেকিয়া শামসুন নূর হেফজ ও এতিমখানার হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান।
সমগ্র বাংলাদেশ থেকে আগত আশেকান ভক্তবৃন্দের আপ্যায়নের জন্য ৫০টির অধিক ক্যাম্প নির্মান। ওরস শরীফে আগত মেহমানদের জন্য থাকবে প্রতিটি থানা ভিত্তিক ক্যাম্প। নিজ থানার মানুষ নিজ ক্যাম্পে তবারুক গ্রহন করবে
এবং অমুসলিমদের জন্য আলাদা আপ্যায়নের ব্যবস্হা রয়েছে। দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে আগত আশেক ভক্ত গণের সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কয়েকশত স্বেচ্ছা-সেবক দল সর্বদা খেদমতে নিয়োজিত থাকবে।
বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে ১৮,১৯,২০ ফেব্রুয়ারী মহিলাদের দরবারে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। উক্ত ওরস ও ফাতিহা শরীফে আপনারা জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে যোগদান করতঃ আধ্যাত্মিক এই মহা মিলন কেন্দ্রে খতমে কোরআন শরীফ,জিয়ারত,ওয়াজ মাহফিল মিলাদ,জিকির,কিয়াম ও আখেরী মোনাজাতে শরীক হয়ে গাউছে মুখতার হযরত বাবাজান কেবলা’র রূহানী ফয়েজ হাসিল করুন। ১৯ তারিখ সমাপনী দিবসে দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত মধ্য দিয়ে ওরস শরীফ শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট