1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচার হোক মানবতার জয় হোক – নোহা নেছার অন্নি চট্টগ্রামের চন্দনাইশে নবচিন্তা বিষয়ক সেমিনারে উপদেষ্টা ফরিদা আখতার; ইচ্ছে ছিল, ঠিকে আছি, হারিয়ে যায়নি চন্দনাইশে বিএনপি নেতা এম এ হাশেম রাজুর মতবিনিময় জিপিএ-৫ পেয়েছে মুহাম্মদ আবরার হোছাইন চৌধুরী (নাঈম) শহীদ ওমরের কবর জিয়ারত করলেন বোয়ালখালীর নবাগত ওসি “পথের শেষ নেই, চোখে ধরা প্রকৃতিই জীবনের আনন্দ—আজ আমার জন্মদিন” জাহাঙ্গীর আলম সন্ত্রাস ও চাঁদাবাজের বিএনপি করার অধিকার নেই। ব্যারিস্টার খোকন দোহাজারী দিয়াকুলে শঙ্খ নদীতে যুবক নিখোঁজ — উদ্ধারে ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েছে কবি ও লেখক মোহাম্মদ ইমাদ উদ্দিনকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার প্রদান নোয়াখালীতে দলিল জালিয়াতি করে নাম জারির সময় আটক ১

শিবগঞ্জে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন ডাঃ শিমুল।

  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। ৭৯ হাজার ৮১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে শিবগঞ্জ সহকারী রিটানিং কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার জন এবং নারী ২ লাখ ৩০ হাজার ৮৮ জন।
৭ জানুয়ারি (রবিবার) সকাল ৮টায় উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মোট ১৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় এবং কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।
উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট প্রার্থী ৭ জন। এর মধ্যে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীক, সাবেক এমপি গোলাম রাব্বানী কেটলি প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হুদা মোমবাতি প্রতীক, এনপিপির প্রার্থী আব্দুল হালিম আম প্রতীক, বিএনএফের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু টেলিভিশন প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ভোট যুদ্ধ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট