1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক নারী বোয়ালখালীতে ব্যক্তি উদ্যোগে শাকপুরা  লালচাঁদ বিহার সড়ক সংস্কার পটিয়া মুন্সেফ বাজার ব্যাবসায়ী সমিতির উদ্যাগে টাইলস স্থাপন কাজের উদ্বোধন। পটিয়া নব জাগরণ যুব সংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ  লরেন্স ফেস্টিভ্যালে চসিক মেয়র ড. শাহাদাত হোসেন ও এমপি সালমা জাহিদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ‎পটিয়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, অবৈধ গ্যাস কারখানা থেকে ৫১২টি সিলিন্ডার জব্দ চন্দনাইশে হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন’র ইমাম হুসাইন (রা.) কনফারেন্স অনুষ্ঠিত চিটাগাং বিপিএড কলেজের এডহক কমিটির সভাপতি সাংবাদিক মোশাররফ চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ভারী বৃষ্টিতে নোয়াখালীর শহর-গ্রামে জলাবদ্ধতা, জনদুর্ভোগ

চকরিয়া সিটি কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

জেপু.দত্ত,চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত চকরিয়া সিটি কলেজে মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় কলেজের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ ও অভিভাকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত সোমবার(১৩ নভেম্বর) সকাল ১০ টায় চকরিয়া সিটি কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন কর্তৃক পূর্ব ঘোযিত অনুযায়ী এসএসসিতে জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্তদের বিনামূল্যে বই বিতরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাই চকরিয়া সিটি কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তিকৃত ১ম বর্ষের শিক্ষার্থীদের জিপিএ-৪ ও জিপিএ-৫ মেধাবী শিক্ষার্থীদেরকে একসেট করে নতুন বই উপহার স্বরূপ তুলে দেন চকরিয়া সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন।

চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ জনাব ছালাহ উদ্দিন খালেদের সভাপতিত্বে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিষয়ের অধ্যাপক আব্দুল মালেক। এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জনাব জাফর আলম বি.এ(অনার্স),এম.এ মহোদয়ের সুযোগ্য পুত্র তানভীর আহমদ ছিদ্দিকী তুহিন। তিনি উচ্চমাধ্যমিক শাখার ১ম বর্ষের শিক্ষার্থীদের সাথে তাদের আবেগ অনুভতির সাথে একাত্ম হন এবং আন্তরিকতার সাথে তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। শিক্ষার্থীদের বিভিন্ন দাবী পুরন করার প্রত্যয় ব্যাক্ত করে তাদের উদ্দ্যেশ্যে তিনি উপদেশ মূলক বক্তব্যও রাখানে।

অনুষ্ঠানের মধ্যমনি চকরিয়া সিটি কলেজের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন,পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করো আমি কলেজের উন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতেও কলেজের এ উন্নয়ন অব্যাহত থাকবে। এ সময় শিক্ষার্থীরা জানান,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আপু চকরিয়া সিটি কলেজের সভাপতি হওয়ার পর কলেজে সার্বিক পরিবেশ আগের চেয়ে সুন্দর হয়েছে। তাদের আগামীতে উচ্চমাধ্যমিক পর্যায়ের ফলাফল কেমন হতে পারে শিক্ষার্থীদের এমন প্রশ্ন করলে, শিক্ষার্থীরা আগামীতে একটি আশানুরূপ ফলাফল কর্তপক্ষ ও শিক্ষকদের উপহার দিতে পারবে বলে প্রতিশ্রুতি দেয়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের উত্তম ফলাফলের জন্য শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকের ভূমিকাও তুলে ধরেন কলেজ গভর্নিং বডির সভাপতি তানিয়া আফরিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট