1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১০ মে ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বোয়ালখালীতে বিক্ষোভ প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১৮ দিন পর বিদ্যুতের দেখা পেলো রুমা উপজেলার মানুষ, স্বস্তিতে এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে

রুমা প্রতিনিধি ॥ সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকার ১৮দিন পর বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেলে বান্দরবানের দূর্গম রুমা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এতে স্বস্তির নির্শ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তবে এখনো বিদ্যুৎ সরবরাহ হলেও বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগের ব্যবস্থা।

বান্দরবানের বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে বান্দরবানের রুমা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।
সুত্রে জানা যায়, গত ৪ আগষ্ট থেকে ভারী বর্ষণের কারনে বান্দরবানে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে বান্দরবান-থানচি ও রুমা সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে বিদ্যুৎতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে সাধারণ মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছিল। এরপরে দীর্ঘ ১২দিন অক্লান্ত পরিশ্রমের ফলে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বান্দরবানের থানচিতে বিদুৎ সরবরাহ শুরু হয়।
পরে ২০ আগস্ট থেকে রুমা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে বান্দরবানের বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম এর নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা দুর্গম রুমা উপজেলার বিভিন্ন পয়েন্টে দিনরাত পরিশ্রম করে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে বিদ্যুৎ সরবরাহ চালু করে।
রুমা বাজার পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া জানান, ১৮দিন পর বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল থেকে রুমা উপজেলায় ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মানুষের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে, দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় বাজারের অনেক মালামাল বিদ্যুতের অভাবে নষ্ট হয়ে গেছে।
বান্দরবানের বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, বন্যা ও পাহাড় ধসে রুমা এলাকায় দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো। পরে বৃষ্টি কমার সাথে সাথে রাতদিন পরিশ্রম করে ট্রান্সফরমার গুলো পরীক্ষা-নীরিক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে রুমা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ফের চালু করা হয়েছে। তিনি আরও জানান, এবারের বন্যা আর অতিবৃষ্টিতে বান্দরবানে বিদ্যুৎখাতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট