শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৭ জন অসচ্ছল, আহত, অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীর মধ্যে বঙ্গবন্ধু ক্রীড়া কল্যাণ ফাউন্ডেশন থেকে পাওয়া মাসিক কল্যাণভাতা প্রদান করা হয়েছে। ৯ জুন (রোববার) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের মধ্যে এই টাকার চেক প্রদান করা হয়। ভাতা হিসেবে প্রত্যেককে একবছরের ২৪ হাজার টাকা করে ৪ লাখ ৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে ১৩ জন সংস্কৃতিসেবীর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাওয়া এককালীন অনুদান হিসেবে প্রত্যেককে একবছরের ১৫ হাজার ৬শ টাকা করে মোট ২ লাখ ২ হাজার ৮শ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ এ কে এম গালিভ খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, জেলা কীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, আল্পনা খ্যাত গ্রামের দেখন বালা, ফুটবলার হুমায়ুন লুকু প্রমুখ।