1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৪ মে ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে তিনটি চোরাই গরু উদ্ধার গ্রেফতার ২ মাদক থেকে যুবসমাজকে সুপথে ফেরাতে পাড়া মহল্লায় মানবিক ও ক্রীড়া সংগঠন গড়ে তুলা প্রয়োজন – উপজেলা নির্বাহী অফিসার মোঃরায়হান মেহেবুব। সোনাইমুড়ীতে অবৈধভাবে মাটি কাটায় ১লক্ষ টাকা জরিমানা সিএনজি চালিত টেম্পুর নিচে চাপা পড়ে একজন নিহত বোয়ালখালীতে ১৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পটিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুব নেতা সাইফুল হাছান টিটু সবার কাছে দোয়া প্রার্থী বাকলিয়ায় ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ারের যাত্রা এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ চন্দনাইশে শ্রেষ্ঠ মাদ্রাসা মকবুলিয়া, শ্রেষ্ঠ অধ্যক্ষ নুরুল আলম আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা পেছু মিয়ার পরিবারের উপর হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি :

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

সোমবার (২২ মে) বিকালের দিকে ব্যাংক পাড়ার দলীয় কার্যালয়ের সামনে থেকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান’র নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর ভবন হয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে। এছাড়াও তারা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে নানা স্লোগান দেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা ও যুগ্ম সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ারী দেন বক্তারা। তারা প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ভুইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, নবনির্বাচিত সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম,
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক শাহিন আলম ছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ রোববার পুঠিয়ায় বিএনপির সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট