1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ

চকরিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

  • প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৫৪ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় সংবাদ প্রকাশের জের ধরে আবুল মনসুর মো. মহসিন নামে
এক সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। একইভাবে তার স্ত্রীকেও হুমকি দিয়ে ম্যাসেজ প্রদান করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে ইয়ার রহমান নামে একটি ফেসবুক আইডি
থেকে কয়েকটি ভয়েস ম্যাসেজ প্রদান করলে বিষয়টি প্রকাশ পায়। এ নিয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে।
ইয়ার রহমান উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নয়াপাড়ার মো. আমিনের ছেলে।
মনসুর মহসিন দৈনিক যুগান্তর এর চকরিয়া প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, গত ২১ ফেব্রুয়ারী চকরিয়ায় জাকের হোসেন হত্যা মামলার আসামী নূর
মোহাম্মদ মানিক গ্রেফতার হয়। পরদিন এ সংক্রান্ত একটি সংবাদ ছাপানো হয়। সংবাদ প্রকাশের জের ধরে নূর মোহাম্মদ মানিকের মেয়ের জামাই ইয়ার রহমান, মনসুর মহসিনকে পাঠানো ভয়েজ রেকর্ডে শোনা যায় “আল্লাহর কসম তুই সামনে পড়লে তুকে গুলি করে হত্যা করবো” এধরণের আরও হুমকি প্রদান করেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন সাংবাদিক মহসিন। জিডিতে ইয়ার রহমান ও তার শ্বশুর লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদ মানিককে বিবাদী করা
হয়।
একইভাবে ইয়ার রহমানের শ্বাশুড়ি রুনা আক্তার তার নিজস্ব ফেসবুক থেকে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পন্য উৎপাদনমুখী সমবায় সমিতির ফেসবুক পেজে সমিতির সভাপতি শারমিন জান্নাত ফেন্সি ও তার স্বামী মনসুর মহসিনকে উদ্দেশ্য করে বিশ্রি ভাষায় কমেন্ট করে। তা গ্রুপ এডমিন থেকে ডিলিট করে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে সমিতির সহসভাপতি আসমাউল হোসনা লাভলীর ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে সংগঠনের সভাপতি ও সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। এ ঘটনায় সভাপতি ফেন্সি বাদী হয়ে রুনা আক্তারের
বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সাংবাদিক মনসুর মহসিন জানান, হত্যা মামলায় শ্বশুর গ্রেফতারের সংবাদ প্রকাশ
করায় আমাকে কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি প্রদান করে ইয়ার রহমান নামে এক যুবক।
একইভাবে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পন্য উৎপাদনমুখী সমবায় সমিতির
নির্বাচনে সভাপতি পদে আমার স্ত্রী ফেন্সি নির্বাচিত ও অপর প্রার্থী রুনা
আক্তার পরাজিত হওয়ায় তাকে বিভিন্ন সময়ে হুমকি প্রদান করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, হুমকির
বিষয়ে পৃথক দুটি সাধারণ ডায়েরী রুজু হয়েছে। তদন্তপূর্বক বিবাদীদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে চকরিয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল মনসুর মো. মহসিনকে হত্যার হুমকির ঘটনার তীব্র প্রতিবাদ ও সংশ্লিষ্টদের আইনের আওতায়
আনার দাবী জানান সভাপতি ইবনে আমিন ও সাধারণ সম্পাদক ছোটন কান্ত নাথ। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট