1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা

পটিয়া উপজেলার ঐতিহাসিক প্রাচীন স্থাপনা মসজিদটা রক্ষার করার জন্য পটিয়ার মেয়র জনাব আইয়ুব বাবুল এর প্রতি দৃষ্টি আকর্ষণ

  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ৪৪৯ বার পড়া হয়েছে

বীর পটিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতির লীলাভূমি। ইতিহাস সমৃদ্ধ পটিয়াকে রক্ষায় মসজিদটা অতীব গুরুত্বপূর্ণ। এই প্রাচীন মসজিদটা হল আমাদের ইতিহাসের অংশ ও মুসলমান ইতিহাসের ঐতিহ্যের প্রতীক। এই মসজিদটি পটিয়া উপজেলা সদর থেকে সোজা পশ্চিমে লবনের নগরী খ্যাত ইন্দ্রপোলের একটু পশ্চিম দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ই এর অবস্থান। পটিয়া পৌরসভা এলাকার এটি প্রাচীন মসজিদ অবস্থিত।
বীর পটিয়ার ইতিহাস ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসকে ধরে রাখতে এবং আগামী প্রজন্মকে ইতিহাস বিষয়ে সচেতন করতে এই ধরনের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ অতীব জরুরী।
জনগুরুত্বপূর্ণ এই প্রাচীন মসজিটি ইতিহাসের স্বার্থে সংরক্ষণ করা গেলে পটিয়াবাসী,পটিয়ার ইতিহাস সমৃদ্ধ হবে আর ইতিহাস রক্ষায় মসজিদটা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করি।

সড়ক মহাসড়ক সম্প্রসারণ হোক, আরো বড় হোক এটি আমি আমরা চাই, তবে কোন ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করে নয়।

মাননীয় মেয়র জনাব আইয়ুব বাবুল ভাইয়ের প্রতি উদ্ধাত্ত আহবান বিষয়টি ইতিহাস সম্পর্কিত।তাই একটু নজর দেয়া প্রয়োজন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা বর্তমানে অনেক মসজিদ নির্মাণ করেছেন। এমনকি বলতে পারেন এর পাশে আরো বৃহৎ আকারের মসজিদ হচ্ছে,কোটি টাকা ব্যয়ে।
তবুও ইতিহাসের প্রয়োজনে এই মসজিদটি সংরক্ষণের দাবী বীর পটিয়ার সাধারণ মানুষের।
এই ইতিহাস সমৃদ্ধ মসজিদটা রক্ষা হবে। তবে পটিয়ার সম্মানিত মেয়র ও কৃতিসন্তানগনকে এগিয়ে আসতে হবে। তাঁরা এগিয়ে না আসিলে রক্ষা করা সম্ভব হবে না।
আর বীর পটিয়ার ইতিহাস ভুলুন্টিত হবে।

অনতিবিলম্বে পটিয়া পৌরসভার মেয়র জনাব আইয়ুব বাবুল ভাইয়ের প্রতি উদাক্তা আহবান জানাচ্ছি ইতিহাস অংশ বীর পটিয়ার মসজিদটা রক্ষায় এগিয়ে আসার জন্য। কারণ ইতিহাসময় মসজিদটা রক্ষা করা পৌরসভা দায়িত্ব আপনার উপর পড়ে। আপনি একজন সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করুন।আমরা আশা রাখব আপনি দায়িত্ব নিলে ইনশাআল্লাহ সফল হবে।

এই মসজিদটি ভেংগে ফেলা হলেও এই ছবি একদিন কথা বলবে এবং যাঁরা ইতিহাস পণ্ডিত তাঁদেরকে জবাব দিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেই এটাই চিরাচরিত নিয়ম।

তসলিম উদ্দীন রানা
রাজনীতিবিদ ও কলামিস্ট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট