1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

দিরাইয়ে ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে

  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৬৬ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে। দিরাই থানায় দায়েরকৃত অভিযোগটি করেন বুধবার (৩ মে) দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের (২নং ওয়ার্ড) ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ খান।

অভিযুক্তরা হল ১. মো: হীরা মিয়া (৩৮), ২. তপু রায়হান দিপু (২৩), ৩. লেচু মিয়া (৪৩)
সর্ব পিতা- আব্দুস শহিদ, সাং- টংগর, ডাকঘর- তারাপাশা, দিরাই, সুনামগঞ্জ।

অভিযোগে আব্দুল ওয়াদুদ খান বলেন, বিবাদীগণ খুবই খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। কিছুদিন আগে তারা তাদের আপন চাচাতো ভাইকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আমার নির্বাচন থেকেই তারা নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত আছে।

সম্প্রতি আমি মিলনগঞ্জ বাজার হতে টংগর গ্রামের উত্তর পাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের সরকারি কাজটি শুরু করার পর থেকেই আমার কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করার লক্ষ্যে কাজে বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। বিবাদীরা কোনভাবেই আমার কাছ থেকে টাকা আদায় করতে না পারায় এবং আমি বিষয়টি গ্রামের কিছু গণ্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে অভিযুক্তরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মারার উদ্দেশ্যে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। স্বাক্ষীগণ ও আশপাশের লোকজন বারন করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও টাকা না দিলে প্রাণে মারার হুমকি এবং সরকারি কাজ করতে দিবে না বলে চলে যায়।

এ ব্যাপারে দিরাই থানার এস আই তপন চন্দ্র দাস অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট