1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ বোয়ালখালীতে রেমিট্যান্স দিবস পালন প্রবাসীদের অবদান অর্থনীতির চালিকাশক্তি বোয়ালখালী পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা বোয়ালখালীতে মাদক বিক্রেতা গ্রেপ্তার সোনাইমুড়ীতে জাল স্বাক্ষরে ৪ জন কারাগারে শিশু ধর্ষণের চেষ্টা, বোয়ালখালীতে বৃদ্ধ গ্রেপ্তার

দিরাইয়ে ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে

  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে। দিরাই থানায় দায়েরকৃত অভিযোগটি করেন বুধবার (৩ মে) দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের (২নং ওয়ার্ড) ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ খান।

অভিযুক্তরা হল ১. মো: হীরা মিয়া (৩৮), ২. তপু রায়হান দিপু (২৩), ৩. লেচু মিয়া (৪৩)
সর্ব পিতা- আব্দুস শহিদ, সাং- টংগর, ডাকঘর- তারাপাশা, দিরাই, সুনামগঞ্জ।

অভিযোগে আব্দুল ওয়াদুদ খান বলেন, বিবাদীগণ খুবই খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। কিছুদিন আগে তারা তাদের আপন চাচাতো ভাইকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আমার নির্বাচন থেকেই তারা নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত আছে।

সম্প্রতি আমি মিলনগঞ্জ বাজার হতে টংগর গ্রামের উত্তর পাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের সরকারি কাজটি শুরু করার পর থেকেই আমার কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করার লক্ষ্যে কাজে বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। বিবাদীরা কোনভাবেই আমার কাছ থেকে টাকা আদায় করতে না পারায় এবং আমি বিষয়টি গ্রামের কিছু গণ্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে অভিযুক্তরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মারার উদ্দেশ্যে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। স্বাক্ষীগণ ও আশপাশের লোকজন বারন করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও টাকা না দিলে প্রাণে মারার হুমকি এবং সরকারি কাজ করতে দিবে না বলে চলে যায়।

এ ব্যাপারে দিরাই থানার এস আই তপন চন্দ্র দাস অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট