1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক কবিতাঃ ভোটদান – মো. হোসাইন জাকের পটিয়ায় মীর গ্রুপ প্রতিষ্টাতা শিল্পপতি মরহুম মীর আহমদ সওদাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বোয়ালখালী নির্বাচন অফিসে ঝুলছে গণভোটের প্রচারে ‘হ্যাঁ’ শব্দের বানান ভুলের ফেস্টুন কর্ণফুলী  নদী পরিদর্শনে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান চন্দনাইশে জসীম উদ্দিন আহমেদের সমর্থনে বৈঠকে ড. সুকুমল বড়ুয়া এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ সোনাইমুড়ীতে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ঘোষনার আবদেন জামায়াতের ‘এনসিপি বয়কট’ স্লোগানের প্রতিবাদ,সংবাদ সম্মেলনে এনসিপি

বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ (সোনাইমুড়ী- চাটখিল) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জহিরুল ইসলাম (সিআইপি) সোনাইমুড়ীতে গণসংযোগ করছিলেন। এ সময় তিনি শহীদ জিয়া স্মৃতি সংসদে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের কাছে ভোট চাইতে দেখা যায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের খেলাফত বাজারে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদে দেখা যায় এমন চিত্র।

বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন। আবার কেউ মনে করছেন অপ্রত্যাশিত হলেও এটি গণতান্ত্রিক সৌহার্দ্যের একটি দৃষ্টান্ত।

গণসংযোগকালে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলাম সিআইপি স্থানীয় বাজার, সড়ক ও পাড়া মহল্লায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

ভোটাররা জানান, আগামী সংসদ নির্বাচনে তারা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন। অতীতে নির্বাচিত সংসদ সদস্যরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। হাতপাখার প্রার্থী এই এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। এলাকার গৃহীনকে ঘর করে দেওয়া, চিকিৎসা, শিক্ষা ও গ্রামীন অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আগামী নির্বাচনে এই আসনে এমন যোগ্য ও সৎ ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চান তারা।

হাতপাখার নেতাকর্মীরা জানিয়েছেন, এই আসন বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তবে বিগত ১৬ বছর আওয়ামী লীগের দখলে ছিল। তাদের প্রার্থী অন্যান্যদের চেয়ে সৎ ও যোগ্য হওয়ায় তারা আশাবাদী রয়েছেন। এলাকার অলিগলি ও চায়ের দোকানে নির্বাচনের আমেজ বইছে।

হাতপাখার মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম (সিআইপি) বলেন, নির্বাচনী প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সাধারন ভোটারদের সাড়াও পাচ্ছেন বেশ। তিনি আশা করেন ভোটাধিকার প্রয়োগের মধ্যমে সবাই হাতপাখার পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট