1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন: সন্ত্রাসমুক্ত জনপদ গড়ার অঙ্গীকার প্রার্থীর বোয়ালখালীতে বসতঘরের ভেন্টিলেটর ভেঙে চুরি চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন

হাটহাজারীতে ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন: সন্ত্রাসমুক্ত জনপদ গড়ার অঙ্গীকার প্রার্থীর

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

জাসেদুল ইসলাম ,হাটহাজারী চট্টগ্রাম:
হাটহাজারী এক সময়কার শান্তির জনপদ হিসেবে খ্যাত হাটহাজারী এখন সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজীদ আংশিক) আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা মোঃ নাছির উদ্দীন মুনির।

রবিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত জোটের এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাটহাজারীর বাসস্ট্যান্ড থেকে শুরু করে সিএনজি স্টেশন সবখানে এখন চাঁদাবাজির ভাগ-বাঁটোয়ারা চলছে। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে হাটহাজারীকে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করা।

সংবাদ সম্মেলনে মাওলানা নাছির উদ্দীন মুনির তার নির্বাচনী পরিকল্পনার দিকগুলো তুলে ধরে বলেন, দুর্নীতি, মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে আপসহীন অবস্থান। খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়কে দুটি বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে শহরের যানজট দূর করা। সাধারণ ও মাদরাসা শিক্ষার সমন্বয় এবং যুবসমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। সুশাসন প্রতিষ্ঠা এবং নারী-শিশুদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ।

সংবাদ সম্মেলনে রিক্সা প্রতীকের এই প্রার্থী অভিযোগ করে বলেন,জোটের নেতাকর্মী ও সমর্থকদের নানাভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে।
তিনি নিজের অতীত সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি দুই বছর আয়না ঘরে বন্দি ছিলাম। কোনো জুলুম আমাদের মাথা নত করতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটে বিপ্লবের মাধ্যমে জনতা ১০ দলীয় জোটকে বিজয়ী করবে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে ও জামায়াতের হাটহাজারী পৌরসভা যুব বিভাগের সভাপতি আসলাম মোরশেদ এর সঞ্চানালায় সংবাদ সম্মেলনে ১০ দলের আরো উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়বে আমীর আলহাজ্ব জনাব আবদুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম ওমাওলানা জামাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুফতি শেহাব উদ্দিন, জামায়াতে বাংলাদেশ হাটহাজারী উপজেলার আমীর অধ্যপক শোয়াইব চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা ও হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক ওজাইর হামিদী, বাংলাদেশ খেলাফত মজলিস হাটহাজারী উপজেলার সভাপতি মাওলানা আবু তাহের, চট্টগ্রাম ইয়াকুব ওয়াসিফ, এবি পার্টি চট্টগ্রাম উওর জেলার সমন্বয়ক জিয়াউল হক চৌধুরী, ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসে চট্টগ্রাম উওর জেলার সেক্রেটারি আমজাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুদ্দীন চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, এবি পার্টি হাটহাজারী উপজেলার সেক্রেটারী মোহাম্মদ রিদওয়ান, পৌরসভা জামায়াতের আমীর মাস্টার মাহমুদ করীম, বাংলাদেশ খেলাফত মজলিস হাটহাজারী উপজেলার সহ সভাপতি ক্বারী আবু তাহের, এবি পার্টির হাটহাজারী উপজেলা যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আউয়াল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উওর জেলার শূরা সদস্য, নেজামী ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম উওর জেলাী সচিব মাও ইনামুল হক কুতুবী, চট্টগ্রাম উওর জেলা নেজামে ইসলাম পার্টির নায়বে আমীর ক্বারী মোহাম্মদ ইসা, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি নাজমুল হোসাইন, এনসিপি হাটহাজারী উপজেলার সমন্বয়ক ওমর ফারুক ইমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট