
বোয়ালখালী প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থাপনা এবং গণভোটের প্রচার কার্যক্রম পরিদর্শন করেছেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়া উদ্দিন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তিনি পৌরসভা কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে ড. মো. জিয়া উদ্দিন বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থাপনা ও গণভোটের প্রচার কার্যক্রম সরেজমিনে দেখতেই তিনি বোয়ালখালীতে এসেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, সবাই নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।
তিনি আরও বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। নির্বাচনের সময়ও এই পরিস্থিতি বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. জিয়া উদ্দিনের মতে, সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে বোয়ালখালীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজন সম্ভব হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান এবং বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।