
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি গাড়ি বহর নিয়ে বোয়ালখালীতে আসেন।
এসময় ১৫ কোটি ২ লাখ ৯হাজার ৮৭২ টাকা ব্যয়ে সংস্কার করা আলী আহমদ কমিশনার সড়ক ঘুরে দেখেন। রাত সাড়ে ৮টা দিকে তিনি বোয়ালখালী ত্যাগ করে বান্দরবান জেলার উদ্দ্যােশে রওনা দেন।
এসফরে তার সাথে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালযয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী,ঢাকা এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিন,সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দীন, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রকৌশলী রনী সাহা, উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।