1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কবিতার ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” পর্ব ৪ তীব্র তাপদাহে পটিয়ার জনসাধারণের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়া সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত চন্দনাইশে আবু হেনা ফারুকীকে নির্বাচনে দাঁড়াতে অনুমতি দিয়েছে এলাকাবাসী বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীকে চট্টগ্রাম- দোহাজারী – কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান। চন্দনাইশে আ’লীগ নেতা জাহেদ হোসেনের পক্ষ থেকে শরবত ও ছাতা বিতরণ চেয়ারম্যান-খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: ছগীর আহমেদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা শিবগঞ্জে বৃষ্টির জন্য একাধিক স্থানে ইস্তিসকার নামাজে কাঁদলেন মুসল্লিরা। চকরিয়ার ডুলাহাজারায় আম পাড়তে গিয়ে শশুর বাড়ির ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু পটিয়ায় মেহের আটি ফিরোজা-রউফ ফাউন্ডশনের আয়োজনে বাংলা বর্ষবরন ও ঈদ পুনর্মিলনী শীর্ষক সভা

অবসরপ্রাপ্ত ১১ জন গুণী শিক্ষক পেলেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ সম্মাননা স্মারক

  • প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ জুরিবোর্ড-২০২৩ কর্তৃক নির্বাচিত অবসরপ্রাপ্ত ১১ জন গুণী শিক্ষককে ১৭ মার্চ ২০২৩, শুক্রবার বিকেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শ্রদ্ধেয় শিক্ষকগণকে সম্মাননা স্মারক ছাড়াও উত্তরীয়, ফুল দিয়ে বরণ এবং তাঁদের জীবন ও কর্ম নিয়ে ‘বাতিঘর-২’ নামে ৮৮ পৃষ্ঠার একটি বিশেষ প্রকাশনা হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তয়নে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের প্রাক্তন সভাপতি নোমান বিন হোসাইন। পবিত্র গীতা থেকে পাঠ করেন লিও ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সদ্য সাবেক সভাপতি অর্ক দাশ কমল।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত ব্যতিরেকে দেশের সার্বিক উন্নয়ন অসম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় প্রয়োজন। তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান থাকায় পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত।

বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার সোহরাওয়ার্দী আরাফাত খান, ব্যারিস্টার-এট-ল, লিংকন্স ইন, লন্ডন, ইউকে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল।

সাউথ এশিয়ান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ আমজাদ হোসাইনের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত সংবর্ধিত ১১ জন গুণী শিক্ষকের পক্ষে বক্তব্য রাখেন টিএন্ডটি কলেজ ঢাকার প্রাক্তন অধ্যক্ষ মনির আহমদ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রাক্তন প্রফেসর মুহাম্মদ শামসুল আলম, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, পি.এইচ. আমিন একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক অতুল কুমার রায়, কালাপানিয়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শফিউল আজম, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নুরুল হুদা, গোসাইলডাঙ্গা রামকৃষ্ণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন, প্রাক্তন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ্ব আ.ফ.ম ফোরকান উদ্দিন খান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুরুন নাহার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান রানা, রহমতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক সাইফুর রহমান লিংকন, ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসার উদ্দিন রাজু, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, হারামিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভূমিদাতা নুরুল ইসলাম বাহার, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মিজানুর রহমান বাবু, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, প্যাসিফিক জিন্সের নির্বাহী মামুনুর রশিদ লিটন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নাসরিন আক্তার এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক ইলিয়াছ সুমন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইটভাঙ্গা হাই স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মোঃ আলতাফ হোসেন ভূঁইয়া, আলহাজ্ব মাস্টার মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশনের পরিচালক শওকত হোসেন শ্যামল, বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রাক্তন ম্যানেজার এহসানুল হক, আইএফআইসি ব্যাংক খাতুনগঞ্জ শাখার ম্যানেজার শামসুল আজম, ব্যাংক এশিয়া ইসলামিক উইন্ডো চট্টগ্রামের প্রধান রেফায়েত হোসেন রিপন, যমুনা ব্যাংক বসুরহাট শাখার ম্যানেজার লায়ন জাবেদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, মার্কেন্টাইন ব্যাংকের কর্মকর্তা এবি সিদ্দিক, কাজী সাহেদুল করিম, ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ আবদুস সবুর, সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, সংস্কৃতিকর্মী সজল দাশ, সাপ্তাহিক পূর্ববার্তার নির্বাহী সম্পাদক রোকন উদ্দীন আহমদ, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মাকসুদুর রহমান, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মাওলানা আকবর হোসেন, ব্যবসায়ী শাহাদাত হোসেন ফরিদ, প্রাণী সম্পদ কর্মচারি সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বেসরকারি কর্মকর্তা এনায়েত স্বপন, সাংবাদিক মোবারক হোসাইন ভূঁইয়া, নারীনেত্রী পলি রাণী নাথ, শিক্ষানবিশ আইনজীবী সাইফুর রহমান খান, সাংবাদিক মোঃ আরিফ প্রমুখ।

যাঁদের আন্তরিকতায় অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান-২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে-
আলহাজ্ব মাস্টার মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন
বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন
জনাব মোঃ আবুল কাসেম, প্রাক্তন শিক্ষক, সাউথ সন্দ্বীপ হাই স্কুল
ইঞ্জিনিয়ার শফিকুল আলম ভূঁইয়া, চেয়ারম্যান, মনিকো গ্রুপ
জনাব এ.বি.এম ওয়াহিদুর রহমান, প্রাক্তন সভাপতি, সন্দ্বীপ সমাজ উত্তরা-ঢাকা
জনাব বখতিয়ার উদ্দিন রানা, প্রতিষ্ঠাতা, হাজী আবদুল্লাহ তৈয়বুন নূর দারুস সালাম ক্যাডেট মাদরাসা
জনাব সারোয়ার এইচ জামিল শামীম, পিতা- প্রাক্তন এমপি এম. ওবায়দুল হক
জনাব মিজানুর রহমান বাবু, সমন্বয়ক, সন্দ্বীপ নাগরিক সমাজ
জনাব জাকির হোসেন তালুকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি, চট্টগ্রাম
জনাব নুরুল ইসলাম বাহার, ভূমিদাতা, হারামিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
জনাব হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক, সন্দ্বীপ সমাজ উত্তরা-ঢাকা
জনাব আবদুল করিম ভুট্টু, যুক্তরাষ্ট্র প্রবাসী
জনাব শেখ ফরিদ, মুছাপুর, সন্দ্বীপ।

প্রসঙ্গক্রমে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ জুরিবোর্ড-২০২২ কর্তৃক নির্বাচিত অবসরপ্রাপ্ত ১১ জন গুণী শিক্ষককে গত ১৫ অক্টোবর ২০২২, শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনাতয়নে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে শ্রদ্ধেয় শিক্ষকগণকে সম্মাননা স্মারক ছাড়াও উত্তরীয়, ফুল দিয়ে বরণ এবং তাঁদের জীবন ও কর্ম নিয়ে ‘বাতিঘর’-১ নামে ৩৬ পৃষ্ঠার একটি প্রকাশনা হস্তান্তর করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত: ২০২২ সালে সংবর্ধিত ১১ জন গুণী শিক্ষক হলেন সাউথ সন্দ্বীপ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মোঃ আবুল কাসেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. শফিকুল আলম, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, জেবেননূর সুলতান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র নন্দী, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল ওহাব, মগধরা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আবদুল বাতেন, সাউথ সন্দ্বীপ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হারাধন চন্দ্র প্রসাদ, ফতেয়াবাদ ডিগ্রি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক আ.ম.ম. আবদুর রহিম, সন্দ্বীপ আইডিয়াল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ সিরাজউদ্দৌলা, মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক লুৎফুর কবির এবং কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রতন মানিক বসু।

উল্লেখ্য, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০১৪ সালে থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে-সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি প্রতিযোগিতা (৫ম শ্রেণি, সূচনা ২০১৪), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, সূচনা ২০১৫), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, সূচনা ২০১৬), সন্দ্বীপ থেকে মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (সূচনা ২০১৮), চট্টগ্রামে কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য় থেকে ৫ম শ্রেণি, সূচনা ২০১৮), সন্দ্বীপ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (সূচনা ২০২২), এবং অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান (সূচনা ২০২২)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট