1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সম্পাদক মো. সবুজ বোয়ালখালীতে সুলভ মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করবে প্রশাসন নোয়াখালীতে ২ স্কুলে চুরির ঘটনা ঘটেছে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার বোয়ালখালীতে দুই দিনব্যাপী ওরসে গাউসুল আজম দস্তগীর ও মিলাদ মাহফিল সম্পন্ন ২৯জন শিক্ষার্থীকে সৈয়দ জিয়াউল মাইজভান্ডারি ট্রাস্টের মেধাবৃক্তি প্রদান  পটিয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে পটিয়া সিটি আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়ায় বাস-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন। খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর মাতা’র ইন্তেকাল সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : সাজ্জা বিএনপির স্মরণ সভায় বক্তারা

সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : সাজ্জা বিএনপির স্মরণ সভায় বক্তারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন অপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউএই শারজাহ প্রদেশের অন্যতম আল সাজ্জা ইউনিট এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্টিত হয়। ৫ই জানুয়ারি (সোমবার) স্থানীয় একটি হলে দিনব্যাপী কোরান খতম ও মিলাদ কিয়াম পরবর্তী স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন।

সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলমের পরিচালনায় এতে ইউএই বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এম এনাম হোসেন প্রধান অথিতি ও শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ করিমুল হক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এতে বক্তারা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে শুধু জাতীয়তাবাদী দলের কর্মীরা নয়, গোটা দেশের মানুষই স্তব্ধ ও বাকরুদ্ধ। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই তাঁর সাহসী সংগ্রাম এবং দৃঢ়চেতা মনোভাব সমগ্র জাতি দেখেছে। চব্বিশ–পরবর্তী নতুন বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসার সংগ্রামে কারাগারের ভেতরে ও বাইরে থেকে তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন।

বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের সম্পদ। তিনি গণমানুষের নেতা, শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা বিশ্বও তাঁকে চেনে এবং শ্রদ্ধা করে। জানাজায় লাখো মানুষের উপস্থিতি এবং সর্বস্তরের শোক প্রকাশ, এর মধ্য দিয়েই তাঁর প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা প্রতিফলিত হয়েছে। আমাদের উচিত তাঁর আদর্শ ধারণ করে সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়া।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন আল সাজ্জা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ নুরুল আলম, মুহাম্মদ আরিফুল হক, কামাল উদ্দিন, মুহাম্মদ এরশাদ, আবদুল খালেক ইমন, মুহাম্মদ আজম, মুহাম্মদ ফারুখ, বিএম ইউনিট বিএনপির সভাপতি আনসারুল হক, সাধারন সম্পাদক সিরাজুল মোস্তাফা সুমন, মুহাম্মদ ফারুখ, মাহফুজ আলম সহ অনেকে।

এই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম। মহান আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করার প্রার্থনা জানানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট