
বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠন এর ৫ দিন ব্যাপী ২১তম মাহফিল শুরু হয়েছে।
শুক্রবার (২জানুয়ারি) থেকে সংগঠনের ব্যবস্থাপনায় উপজেলার সারোয়াতলী কালাইয়ার হাটের পশ্চিমে উত্তর কঞ্জুরী এলাকার খানকাহ-এ-গাউসুল আজম দস্তগীর (রাহ.) প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
৫ দিন ব্যাপী উদযাপন উপলক্ষে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল(দ.)’র মধ্য দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ।
এছাড়া আগামী ৫ ও ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।
ওই দুই দিন বাদ মাগরিব থেকে অনুষ্ঠিত হবে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দা.) মাহফিল।মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য বিনামূল্যে কোরআন শরীফ ও ইসলামী কিতাব বিতরণ করা হবে। একই সঙ্গে থাকবে উন্মুক্ত তবরুকের ব্যবস্থা।
উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য অসংখ্য আলেম-ওলামা, পীর মাশায়েখ, লেখক, সাংবাদিক, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে সংশ্লিষ্ট সকলকে ও আশেক ভক্তদের যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন।