
বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলার শ্রীপুর বুড়া মসজিদে শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তাঁদের পুত্র আরাফাত রহমান কোকোসহ দেশের সকল শহীদ ও বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্যানেলের চেয়ারম্যান হাসান চৌধুরী, মো. শাহেদ চৌধুরী, জানে আলম চৌধুরী, ওসমান গনি চৌধুরী, তসলিম চৌধুরী, মাওলানা অধ্যক্ষ শোয়াইব রেজা,মাওলানা মাহফুজুল হক কাদেরী, মাওলানা আব্দুল মোত্তালিব কাদেরী, মাওলানা মুহাম্মদ হোসাইন কাদেরীসহ স্থানীয় মুসল্লিরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।