
বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলার শাকপুরা হাজী রহমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা দে।
তিনি বলেন, নতুন ভবনের ছাদে স্থাপিত ছয়টি পানি সরবরাহের পাইপ, গেট ভাল্ব, সোলার প্যানেলের কন্ট্রোল বক্স ও দুটি আর্থিং তার চুরি হয়েছে। এছাড়া নিচতলায় স্থাপিত হেড পাম্পের গেট ভাল্বও তারা নিয়ে গেছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে বিষয়টি দেখতে পান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।