
বোয়ালখালী প্রতিনিধি :
রাসূলুল্লাহ (সা.) ও আল্লাহর আউলিয়া পথ অনুসরণ করলে দেশে শান্তি শৃঙ্খলা সহ জীবন সুন্দর হবে বললেন মাইজভান্ডার গাউছিয়া গায়েবী ধন মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফি সৈয়দ ইরফানুর রহমান মিজান মাইজভান্ডারি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাদে মাগরিব থেকে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাহ মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের মাঠে পূর্ব গোমদণ্ডী চৌধুরীপাড়া শাখা আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন যুব পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) স্মরণে আজিমুশশান মাইজভান্ডারী মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী, ঢাকা শাহজাহানপুর গাউছুল আযম রেলওয়ে মসজিদের খতিব সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারী ও হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদত হোসেন মাইজভান্ডারী।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।