
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে মোমবাতি প্রজ্জ্বলিত করে ৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে।
রবিবার(১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ আয়োজন করে দিশারী খেলাঘর আসর।
এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল ফজল বাবুল, দিশারী খেলাঘর আসরের সভাপতি জামাল আবদুল নাসের, সহ-সভাপতি মোহাম্মদ আলী, উপদেষ্টা শ্যামল, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও রাজিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, অন্ধকারের সকল অপশক্তির বিরুদ্ধে এ আলো ছড়িয়ে পড়ুক।