
শনিবার(১৩ই ডিসেম্বর) চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন (নাথপাড়া) গ্রামে শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরী মহারাজের উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যান এবং বিশ্বশান্তি কামনায় প্রতিবছরের ন্যায় এবার ৭ম এ মহতীযজ্ঞে দিনব্যাপী অনুষ্টান শ্রীশ্রী চন্ডীপাঠ,শ্রীমদ্ভগবদ গীতায় পুস্পদান,দুপুরের ঠাকুরের ভোগারতীর মাধ্যমে ভোগ নিবেদন,ধর্মীয় সংগীতানুষ্টান সহ ভক্তদের মাঝে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।
শ্রীশ্রী পরম শিব সাধক প্রবর শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পরী মহারাজ প্রতিবছর ধর্মীয় চেতনার এক গভীর মনোভাবাপন্নে যুক্ত হয়ে এ গীতাযজ্ঞ প্রতিষ্টালগ্ন থেকে সার্ব্বজনীন শ্রী শ্রী শ্মশান মন্দির ও দেহ মন্দির নামে সার্ব্বজনীন ভাবে স্বধর্ম-পরিপোষক সকল ভক্তবৃন্দের ঐকান্তিক সার্বিক সহযোগিতায় এলাকার এক স্হানে এই মহতী গীতাযজ্ঞ এবারো অনুষ্টিত হয়েছে।
এ অনুষ্টান শ্রীমৎ স্বামী সুধীরানন্দ অবধূত মহারাজের পৌরহিত্যে মহতী গীতাযজ্ঞে বিভিন্ন মঠ-মন্দিরের সাধুসন্ত বৃন্দ ও স্বধর্ম পরিপোষক হাজারো নর-নারী ভক্তদের উপস্হিতিতে হয়ে উটে এক বৃন্দাবন ধামে পরিনত।
এতে উপস্হিত ছিলেন শ্রীমৎ তাপসানন্দ ব্রহ্মচারী,শ্রীমৎ পরমানন্দ অবধূত,শ্রীমৎ উমানন্দ ব্রহ্মচারী,শ্রীমৎ রবিয়ানন্দ ব্রহ্মচারী,শ্রীমৎ টংকরানন্দ ব্রহ্মচারী,শ্রীমৎ সত্যম্বর ব্রহ্মচারী আশীষ ব্রহ্মচারী,রাস মোহন ব্রহ্মচারী,পুলিন ব্রহ্মচারীসহ আরো অন্যান্য সাধুসন্ত বৃন্দ।
শ্রীমদ্ভগবদ গীতাপাঠে ছিলেন রুদ্রজ ব্রাহ্মন শ্রীমান ঝুন্টু দেব নাথ,শ্রীমান মৃদুল দেব নাথ।ধর্মীয় সংগীত পরিবেশনায় ছিলেন সংগীত শিল্পী বাবু সুমন নাথ,ডা: আশুতোষ দাশ,বাদ্যযন্ত্র ঢোল বাজনায় ছিলেন হৃদয় দাশ,পুরুট বাঁশি বাজনায় ছিলেন স্বপন দাশ।