
বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬টি টিনশেড বসতঘর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ইলিয়াছ চৌধুরী বলেন, আগুনে চৌধুরী পাড়ার আবদুস সবুরের বাড়ির মো. কাউছার, মো.আব্বাস, আবুল কালাম, আবদুল মাবুদ, আলতাফ হোসেন ও শওকত আরা বেগমের বসত ঘর পুুড়ে যায়। এসময় পরিবারগুলোর সদস্যরা পরনের কাপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারেননি।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪লাখ টাকা হবে।
শুক্রবার সকালে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নি দুর্গতদের কম্বল, শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা দিয়েছেন।