
জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
ঐতিহ্যবাহী কুতুবদিয়ার কুতুব শরীফ দরবার, গাউছে মুখতার হযরতুল আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আ’জমী (রাহ:) বাবাজান কেবলার একনিষ্ঠ ভক্ত, আশেক, বিশিষ্ট দরবারী আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সভাপতি পটিয়া পূর্ব চরখানাই গ্রামের সুনামধন্য পরিবারের সন্তান, মরহুম রফিকুল আলম সওদাগরের মেজো ছেলে, মোহাম্মদ আলী আজম (রুবেল) গতকাল বিকাল চারটার সময় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে, তাঁহার বয়স হয়েছিল (৪০) বছর। তিনি মা, ভাই, বোন আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ঐদিন ১০ ডিসেম্বর (বুধবার) রাত ১০টায় স্থানীয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মৃত্যুতে শোক:-শাহাজাদা হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ মনিরুল মান্নান মাদানী আল-কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, শাহাজাদা আলহাজ্ব শাহ্ শেখ ফরিদ আল-কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, শাহাজাদা আলহাজ্ব শাহ্ আতিকুল মিল্লাত আল- কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, শাহাজাদা আলহাজ্ব শাহ্ ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, শাহাজাদা হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ জিল্লুল করিম আল-কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, শাহাজাদা আলহাজ্ব মাওলানা শাহ্ আবদুল করিম আল-কুতুবী মাদ্দাজিল্লুহুল আলীসহ আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশ’র সকল সদস্যবৃন্দ ও দরবারীর ভক্ত বৃন্দরা, গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।