
মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরে চীফ
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ আবারও সাংস্কৃতিক অঙ্গনে সাফল্যের পরিচয় দিয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিলা সুলতান বাণী জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা নতুন কুঁড়ি ২০২৫-এর আবৃত্তি শাখায় প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া শিক্ষার্থী কায়েরা জিকরা মুনতাহা আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে চট্টগ্রামের সুনাম আরও উজ্জ্বল করেছে।
উল্লেখ্য, শিশু-কিশোরদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি সর্বপ্রথম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর উদ্যোগে শুরু হয়।
এই অর্জনের পর আজ দুই শিক্ষার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মেয়র শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন
সিটি করপোরেশন স্কুলের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে প্রতিভার স্বাক্ষর রাখছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে চট্টগ্রাম সিটি করপোরেশন সব ধরনের সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
মেয়র আরও জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে দুই প্রতিভাবান শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে।
সৌজন্য সাক্ষাতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন