1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত। এ সময় সরকারী কাজে বাধা দেয়ায় ২ জনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় সোনাইমুড়ী থানার পূর্বপাশে মেসার্স মদিনা এন্টারপ্রাইজের সামনে ঘটণাটি ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নোয়াখালী-ঢাকা মহাসড়কের সোনাইমুড়ী অংশে সড়ক দখল করে নির্মাণ সামগ্রী বিক্রি করছে ব্যবসায়ীরা। এমন অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত। অবৈধভাবে সড়কে মালামাল রাখায় সরকারী নিয়ম অনুযায়ী জব্দ করা কালে সোনাইমুড়ী থানার পূর্ব পাশে অবস্থিত মেসার্স মদিনা এন্টারপ্রাইজের কর্মকর্তা ও কর্মচারীরা বাধা প্রদান, পিকআপের গ্লাস ভাংচুর এবং দায়িত্বরত পুলিশ কনস্টেবল সালাউদ্দিনকে হুমকি দেয়। তারই জেরে ভ্রাম্যমান আদালত পলাশ কুমার মজুমদার ও ইউসুফকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, নোয়াখালী-ঢাকা মহাসড়কের সোনাইমুড়ী বাজারের রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে বিক্রি করে আসছে। এতে জনসাধারণের চলাচলে ভোগান্তি ও প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স লোকমান এন্ড সন্স ও মেসার্স মদিনা এন্টারপ্রাইজের রাস্তার উপর নির্মাণ সামগ্রী ভিটি বালি, সিলেকশন বালি ও রড জব্দ করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেয়ায় দুজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট