
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের ওপর চাপ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই উপলক্ষ্যে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সভায় ১৮ নভেম্বর (মঙ্গলবার) প্রথম দিনে ১ হাজার পরিবারের মাঝে খোলা ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। সারা দেশে দুই মাস বন্ধ থাকার পর ১৫ নভেম্বর (শনিবার) থেকে রাজধানীর বাইরে একাধিক জেলায় খোলা ট্রাকের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এবার সাধারণ মানুষও স্বল্প-মূল্যে তিনটি প্রধান পণ্য-সয়াবিন তেল, চিনি ও মশুর- ডাল ক্রয় করতে পারবেন। প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হয়েছে। এই বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন বলেন, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ কমানো। খোলা ট্রাকে বিক্রির মাধ্যমে কার্ডধারীদের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীও স্বল্পমূল্যের পণ্য পেতে পারবে। প্রতি ব্যক্তি সর্বোচ্চ ক্রয় করতে পারবেন ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি। নির্ধারিত মূল্য হলো-সয়াবিন তেল লিটারপ্রতি ১১৫ টাকা, চিনি কেজিপ্রতি ৮০ টাকা এবং মশুর ডাল কেজিপ্রতি ৭০ টাকা। প্রথম দিনে টিসিবির পণ্য বিক্রয় সময় উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সৈকত বড়ুয়া, বাজার পরিদর্শক সাখাওয়াত হোসেন, লাইসেন্স পরিদর্শক মনিরুল ইসলাম, চন্দনাইশ প্রেসক্লাবের সদস্য সচিব সৈকত দাশ ইমন, সাংবাদিক এস এম রাশেদ, এম এ হামিদ প্রমূখ।