1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ বছর ধরে বৃদ্ধা মায়ের অপেক্ষা —আমার ছেলে এখনো বাঁচে আছে সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মোস্তাক বিল্লাহ সুলতানপুরীর ইন্তেকাল ভক্ত মুরিদানদের ঢল চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক পটিয়ায় মহিরা লোকনাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ সভাপতি বিশু দাশের মহাপ্রয়ানে নাগরিক শোকসভা চাটখিলে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হাওলা কুতুবিয়া মাদ্রাসায় আধুনিক প্রযুক্তির বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন কালুরঘাট সেতুতে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত স্টেশন মাস্টার বোয়ালখালীতে পর্নোগ্রাফি মামলায় তিন যুবক আদালতে বেগমগঞ্জে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জ নির্বাচন অফিস মুখি সেবা গ্রহিতারা

১৫ বছর ধরে বৃদ্ধা মায়ের অপেক্ষা —আমার ছেলে এখনো বাঁচে আছে

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

একটি ছবিকে বুকে চেপে দীর্ঘ ১৫ বছর কাটিয়ে দিয়েছেন বৃদ্ধা মা শামসুন নাহার। প্রতিদিনই মনে পড়ে ছেলের শেষ মুহূর্তের কথা—ঢাকায় যাওয়ার আগে মায়ের হাত থেকে এক গ্লাস পানি আর এক খিলি পান খেয়ে বেরিয়ে গিয়েছিলেন নজরুল ইসলাম বাচা। এরপর থেকে আর ফেরেননি তিনি।

২০১০ সালের ৮ নভেম্বর সন্ধ্যায় ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় সাদা পোশাকধারীরা প্রশাসনের লোক পরিচয়ে গাড়ি থামিয়ে তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে নিখোঁজ এই বিএনপি নেতা—বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ও করলডেঙ্গা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার আর কোনো খোঁজ মেলেনি।

মা শামসুন নাহার কান্নাভেজা কণ্ঠে বলেন, “ছেলে আসবে, বুকের ভেতর ঠান্ডা হবে—এই আশাতেই দিন কাটাই। আমার মনে হয়, আমার ছেলে এখনো বেঁচে আছে।”

স্ত্রী শামীম আরা সিদ্দিকিও এখনও আশায় বুক বাঁধেন। তিনি বলেন, “আমার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন—আজও জানি না। বর্তমান সরকার যদি সত্যিই মানবিক হয়, ড. ইউনুস স্যার যেন অন্তত আমাদের জানিয়ে দেন।”

পরিবার জানায়, দলীয় কাজে ঢাকা যাওয়ার সময় গাজীপুর চৌরাস্তায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। উল্টো বাচার খোঁজ দেওয়ার কথা বলে এক নারী পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।

গত বছরের ২৬ সেপ্টেম্বর বাচার পরিবার ‘গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি’-তে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি—সব জায়গায় আবেদন জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।

শেখ হাসিনা সরকারের পতনের পর ‘আয়নাঘর’ থেকে গুম হওয়া কিছু নেতাকর্মী ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে বাচার ছোট ভাই হামিদুল হক মন্নান আশায় বুক বাঁধেন। কিন্তু ভাই এখনও ফেরেননি।

মন্নান বলেন, “আমরা শুধু জানতে চাই, আমার ভাইকে মেরে ফেলেছে নাকি বেঁচে আছে। যদি মেরে ফেলে থাকে, অন্তত সেটা জানান। যদি না থাকে, তার চিহ্নটা আমাদের দিন। ১৫ বছর ধরে আমরা অপেক্ষায় আছি।”

স্থানীয়দের মতে, নজরুল ইসলাম বাচা ছিলেন জনগণের প্রিয় নেতা। তাঁর নেতৃত্বে করলডেঙ্গা ইউনিয়ন পায় উন্নয়ন ও ঐক্যের পরিচয়। তাঁর সঙ্গে হারিয়ে গেছে একটি পরিবারের হাসি, একটি গ্রামের প্রাণও।

বাচার পরিবারের আজ একটাই চাওয়া—
“আমাদের নজরুলকে ফিরিয়ে দিন। যদি তিনি আর না থাকেন, অন্তত সঠিক তথ্যটা দিন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট