
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় দিন ব্যাপি ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ নভেম্বর) সকালে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন কোর্স কোর্ডিনেটর ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় নিয়োজিত বেগমগঞ্জের উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান এবং মো. মোছলেহ উদ্দিন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সোনাইমুড়ী-চাটখিল উপজেলাধীন ১৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের দায়িত্ব পালনকারী সিএ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকের গ্রাম আদালতে মামলার প্রতিবেন তৈরী হাতে-কলমে সেখানো হয়।
কোর্স কোর্ডিনেটর ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, এ প্রশিক্ষণ খুবই মূল্যবান। আপনারা মনোযোগ দিয়ে প্রশিক্ষনটি গ্রহণ করবেন। যা যা সেখানো হবে তা তা শিখে নিন। পাশাপাশি ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ গ্রাম আদালত মামলার নথী ব্যবস্থাপনায় নিয়মিত হালনাগাদ করবেন।
প্রশিক্ষন শেষে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে ভালো অবদান রাখায় চাটখিলের ০১ নং সাহাপুর এবং ০৮ নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে পুরষ্কৃত করা হয়।