
বোয়ালখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন এক রেল কর্মকর্তা। আহত ইকবাল হোসেন লাকসাম জংশন রেলস্টেশনের স্টেশন মাস্টার।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
রেল সূত্রে জানা যায়, ইকবাল হোসেন ট্রেনের গার্ড ব্রেকের দরজায় দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
পরে কালুরঘাট সেতুর গেটম্যান ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, ‘আহত অবস্থায় ইকবাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে।’
জানালীহাট রেলস্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বলেন, ‘ইকবাল ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। পরে গেটম্যান তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।’