
বোয়ালখালী প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালী মিলিছ সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে পৌর সদরে গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী ও সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নানের নেতৃত্বে একটি মিছিল উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজম খান, এস এম সেলিম, ইঞ্জিনিয়ার ইকবাল, আক্কাস খান, এস এম তারেক, এম কফিল উদ্দিন, ওয়াহিদুল আলম, নুরুল আমিন, আবু সিদ্দিক, আব্দুল করিম, শেখ মনির, আবছার উদ্দিন, মো.সিরাজুল ইসলাম, ইউছুপ মাস্টার, নুরুল আবছার ফারুখী, আরিফ চৌধুরী ছোটন, আবুল বশর, কপিল উদ্দিন, সাইফুল, জেলা যুবদল নেতা ইসমাইল চৌধুরী, আব্দুল মান্নান, সাইমুন উদ্দিন টিটু, উপজেলা যুবদল নেতা মহসিন খোকন, ইব্রাহিম চৌধুরী মানিক, সেচ্ছাসেবক দল নেতা,শহীদুল্লাহ চৌধুরী মানিক, ইব্রাহিম চৌধুরী, শ্রমিকদল নেতা সেলিম,নুর ইলিয়াস, জেলা ছাত্রদল নেতা আরেফিন রিয়াদ ও জাহেদ হোসেন জিকু।