1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে,চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ওসমান হাদিকে গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ মিছিলে ডা. শাহাদাত হোসেন 

সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

কুরআনের তালিম অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নাম ধরে গালমন্দ, হামলা ও ভাঙচুর করে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। যাদের কাছে কুরআনের তালিম অনুষ্ঠান নিরাপদ নয়, তাদের কাছে এ জাতির দায়িত্ব আপনারা দিবেন কি? বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টার দিকে সোনাইমুড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপজেলার দেওটি ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী ফাতেমা বেগম ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৯ নং দেওটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে ২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে কোরআন তালিম অনুষ্ঠানে হামলা চালায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবকদলের নবগঠিত ইউনিয়ন সদস্য মোহাম্মদ রবিন ওরফে রনি, শাহ আলম এবং একই এলাকার মো. লিটন সহ অজ্ঞাতরা। আপনারা জানেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সুশৃঙ্খল একটি সংগঠন। এ সংগঠনের মহিলা বিভাগ দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মা বোনদের কোরআন তালিম দিয়ে যাচ্ছে। যা আমাদের সাংগঠনিক কার্যক্রমের ৪ দফার অন্যতম একটি দফা। যারা কোরআন পড়তে জানে না, তাদেরকে কুরআন পড়া শিখানো, কুরআনের আলোকে নিজের জীবনকে গঠন করার জন্য উদ্বুদ্ধ করা আমাদের নিয়মিত সাংগঠনিক কাজের অংশ।

তিনি অভিযোগ করে আরও বলেন, সোনাইমুড়ী উপজেলার উত্তর দেওটি মাঈন উদ্দিন বেপারি বাড়িতে বাড়ীর মালিকের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ কোরআন তালিম অনুষ্ঠানের আয়োজন করি। জামায়াতে ইসলামের নাম ধরে গালমন্দ, হামলা ও ভাঙচুর শুরু করে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় দেওটি গ্রামের মাঈন উদ্দিন বেপারি বাড়ির শাহ আলম ও তার ছেলে রবিন হোসেন ওরফে রনি অনুষ্ঠানের প্যান্ডেলে থাকা চেয়ার ভাঙচুর করে এবং তাদের অনুমতি ছাড়া অনুষ্ঠান করা হচ্ছে এমন অভিযোগ করে গালমন্দ করতে থাকে। আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই, যাদের কাছে কুরআনের তালিম অনুষ্ঠান নিরাপদ নয়। তাদের কাছে এ জাতির দায়িত্ব আপনারা দিবেন কি? আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি আদর্শিক রাজনৈতিক দল। তারা নির্বাচনের জন্য ভোট চাইতে পারে না। তবে কি আমরা সেই ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে ফিরে গেলাম? যেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না, এই হামলা কি নারীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে নগ্ন হস্তক্ষেপের জঘন্য উদাহরণ নয়? নিরীহ মহিলা কর্মীদের উপর হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি মানতে চায় না। আমি তাদের এই নগ্ন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবী করছি।

এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলার জামায়াতে আমির হানিফ মোল্লা, জেলা উত্তর সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, জামায়াত নেতা সাহাব উদ্দিন, সামছুল আরেফিন জাফর, পৌর আমির মো. আবদুল মতিন, পৌর সেক্রেটারী ফজলুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট