1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রতিযোগিতার ৩য় অডিশন সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৮৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:

কোমলমতি হাফেজদের প্রাণবন্ত উপস্থিতিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর ৩য় অডিশন সম্পন্ন হয়েছে।

২০ অক্টোবর (সোমবার) সকাল ৯টা থেকে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শিরোনামে তারতীলুল কুরআন মাদ্রাসার ব্যবস্থাপনায় পটিয়া ইন্দ্রপুল বাইপাস সংলগ্ন “হল টুডে”তে রেজিস্ট্রেশন পর্বের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।
স্বনামধন্য তারতীলুল কুরআন জমিরিয়া মাদ্রাসার আয়োজনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এই অডিশন চলছে সারাদিন।

সরেজমিনে দেখা যায়, প্রতিযোগীরা সুশৃঙ্খলভাবে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে। স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। প্রতিযোগীদের পদচারণায় অন্যরকম আবহ সৃষ্টি হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন বলেন এ বছর উপজেলা ভিত্তিক অডিশন পর্বে হাফেজদের নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে।
অডিশনে উত্তীর্ণ হাফেজদের নিয়ে পরবর্তীতে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পন্ন। অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে মান্যগণ্য আলেম-ওলামা, বিশিষ্ট লেখক কলামিস্ট ও সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিতি দেখে ভালো লাগছে। আগামী ফাইনাল অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল।

ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী জানান, প্রতিযোগিতায় প্রায় ৩৫০ থেকে ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে
১০-১৫ বছর পড়ুয়া হাফেজরা। ৩য় অডিশনে উপস্থিতি দেখে আমার মন ভরে গেল। আগামী ফাইনাল অডিশনে সবার উপস্থিতি কামনা করছি।

পটিয়া রিয়াজুল উলুম বালক বালিকা মাদ্রাসার পরিচালক ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত দৈনিক দেশবার্তাকে বলেন, অামরা এরকম হাফেজ পড়ুয়া ছাত্রদের উপস্থিতি দেখে খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ফাউন্ডেশনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

অডিশনে বিচারক হিসেবে ছিলেন
হাফেজ মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহ্, হাফেজ মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা ক্বারী মাহমুদ উল্লাহ্,
হাফেজ মাওলানা ক্বারী ফরহাদ সহ বরেণ্য হাফেজরা।
বক্তারা বলেন, পবিত্র আল কুরআন এটি আমাদের জন্য বিরাট উৎসাহের বিষয়। আমরা যদি কুরআন শিখি, পালন করি এবং আমাদের সন্তানদের কুরআনের শিক্ষা দিই, তবে আমাদের পিতা-মাতা এবং আমরাও আখিরাতে সম্মানিত হবো।
কুরআন হচ্ছে আল্লাহর দাওয়াত, যে এতে প্রবেশ করেছে সে নিরাপদ। যে কুরআনকে ভালোবাসে, তার জন্য অনেক নেয়ামত। তাই
আমাদের সকলের উচিত কুরআন পাঠ, চর্চা ও অনুধাবনের মাধ্যমে আখিরাতের মর্যাদা অর্জন করা। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের সাথে সম্পৃক্ত থাকার তাওফীক দান করুন।

পরে, এক মনোমুগ্ধকর পুরস্কার বিতরণী সভায় মাওলানা ইরফান কাসেমী’র সভাপতিত্বে
ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা সেলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাওলানা বেলাল উদ্দিন আজাদী।
বিশেষ অতিথি ছিলেন মাহামুদুল হাসান, মোরশেদুল আলম, মুহাম্মদ আলমগীর, হাফেজ মাওলানা মুহাম্মদ ইব্রাহীম,শাহান আহমেদ রায়হান, মাওলানা আবু ছিদ্দিক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মতলবুর রহমান হায়দার, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রাশেদ সুলতান প্রমুখ।

বিশেষ দ্রষ্টব্য:- ৫ পারা গ্রুপের ১৫ জন এবং ১০ পারা গ্রুপের ১৫ জন। মোট ৩০ জনকে ইয়েস কার্ড ও ক্রেস্ট ও হুসনে ছাওদ বিভাগে ১৫ জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট