রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি:
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো—সযত্নে তোমায় রাখবো আগলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসেনর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও জাতির ভিত্তি। তাদের অভিজ্ঞতা, ত্যাগ ও প্রজ্ঞা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাই প্রবীণদের সম্মান ও যত্ন নেওয়া সামাজিক দায়িত্বের পাশাপাশি নৈতিক দায়িত্বও বটে।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নবীন ও প্রবীণ নাগরিকরা অংশগ্রহণ করেন।