1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ২০২৫ অনুষ্ঠিত। নোয়াখালীতে ২জন প্রবীণ নিয়ে প্রবীণ দিবস পালিত: সমালোচনার ঝড় চাটখিলে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীন দিবস জ্যৈষ্ঠপুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক বোয়ালখালীতে শতাব্দী প্রাচীন বোধি বৃক্ষ, বুদ্ধমূর্তির চীবরে আগুন নোয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ চন্দনাইশে কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ খানক্বাহ-এ-ক্বাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সাবেরীয়া’র উদ্বোধন যমুনা অয়েল ফতুল্লা ডিপোর ডিজেল ডিপোতেই রক্ষিত : ট্যাংকের ক্যালিব্রেশনে পরিমাণে কিছুটা তারতম্য ও তথ্য বিভ্রাট নির্বাচনের প্রস্তুতিতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহর

নির্বাচনের প্রস্তুতিতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহর

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনার রোডম্যাপ প্রকাশ করেছেন। তাই প্রত্যেক নেতাকর্মীকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায়  বোয়ালখালীর ৬নং পোপাদিয়া ইউনিয়নের বাইঘ্যের টেক এলাকায় পোপাদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতীতের ঢাকসু নির্বাচনে কারচুপির উদাহরণ তুলে ধরে সতর্ক করে তিনি আরও বলেন, যারা নির্বাচনী কারচুপিতে জড়িত ছিলেন, তারা আসল রহস্য জানে। আগামী নির্বাচনে এমন ষড়যন্ত্র ও প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।

সদ্য ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের প্রসঙ্গ উল্লেখ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, জামায়াতে ইসলামী ইনসাফের নামে ইসলামী ব্যাংকের পাঁচ হাজার কর্মকর্তা চাকরি ছিনিয়ে নিচ্ছে, যাতে তাদের কর্মীদের ইসলামী ব্যাংকে নিয়োগ দিতে পারে। এতে তারা মনে করছে নির্বাচনে পোলিং বা প্রিসাইডিং অফিসার দিয়ে ভোট কারচুপি করবে। তবে বাংলাদেশের জনগণ কখনো তা মেনে নেবে না।

বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জাকের হোসেনের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য  শওকত আলম, দক্ষিণ জেলা বিএনপি সদস্য এস এম জাবেদ মেহেদী হাসান সুজন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুদ্দিন, বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আবদুস সালাম।

পোপাদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম ইকবাল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম মুন্সী, মুহাম্মদ শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম শাহিন, দিদারুল আলম রিটন মেম্বার, শাহেদা আকতার শেফু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংসঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট