1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মতবিনিময় সভায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বোয়ালখালীতে মিষ্টি বিতরণ পীরে ত্বরিকত হযরত শাহ্সুফি মাওলানা সৈয়্যদ আরাফাতুল হক হাফেজ নগরী মাইজভান্ডারী’র ২তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন “পরিবারের চার ভাই সকলেই হলেন সিআইপি” প্রবাসে সবজি চাষে পটিয়ার  নাজিম উদ্দিনের সফলতা।  -আলমগীর আলম। কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ

পটিয়ায় পুজামন্ডপ পরিদর্শন করে উপহার সামগ্রী প্রদান করলেন এনামুল হক এনাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

গত ১ অক্টোবর ২০২৫ ইং (বুধবার) সন্ধ্যায় মহানবমী উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের নবমীতে বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এনামুল হক এনাম। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।

তিনি ধলঘাট, হাইদগাঁও, কেলিশহর, খরনা, কচুয়াই ইউনিয়নসহ পটিয়া পৌরসভার বিভিন্ন পুজামণ্ডপে গিয়ে আগত ভক্ত ও জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

এসময় আলহাজ্ব এনামুল হক এনাম বলেন -“বৈষম্যহীন রাষ্ট্র গড়তে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। আমরা বিশ্বাস করি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। বাংলাদেশ সবার বাংলাদেশ। সাম্প্রদায়িক মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করে আসছে। আমরা সবাই বাংলাদেশী, এটিই হোক আমাদের পরিচয়। সনাতনী হিন্দু ভাই-বোনসহ প্রতিটি ধর্মাবলম্বী যেন তাদের ধর্মকর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারেন, সেই সহযোগিতা বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রাখবে। বিএনপি জনগণের দল, আর জনগণের ভালোবাসা নিয়েই আমরা আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম শফিক, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা আজমল হোসেন জামাল, আবদুল আলীম মেম্বার, সাইফুর রহমান আবু, আবুল মান্নান, জাগির হোসেন মেম্বার, নুরুল আবছার চৌধুরী, জসীম উদ্দীন, নাজিম উদ্দীন, মোহাম্মদ ইছাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট