1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানবাধিকার ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ বোয়ালখালীতে কারামুক্ত আবু নাছের জিলানীকে সংবর্ধনা চন্দনাইশে আবাল্য ব্রহ্মচারী সোমনন্দ মহেথেরো’র জাতীয় অন্তোষ্ঠিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন আমার সাথে দেশনেত্রী খালেদা জিয়ার শেষ দেখা হয়ে ছিল ১৯৮৬ সাল (৩৯ বছর স্মৃতি) -নেছার আহমেদ খান চট্টগ্রাম- ১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী। কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বোয়ালখালীর রিপন বোয়ালখালীতে কার-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন আহত বোয়ালখালীতে কুল চাষে সাফল্য বোয়ালখালীতে ২ গাঁজা সেবনকারীকে ৭ দিনের জেল ও  অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত কর্ণফুলী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ সদস্যদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

রাঙ্গুনিয়া মানবাধিকার কমিশন নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় শারদীয় দুর্গোৎসবে উত্তর রাঙ্গুনিয়ার পূজামণ্ডপে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধা হতে পরিবহন যোগে উত্তর রাঙ্গুনিয়ার স্বনির্ভর রাঙ্গুনিয়া,লালানগর, রাজানগর ও পারুয়া ইউনিয়নে অবস্থিত সোনারগাঁও দেওয়ানজী পাড়া বসন্ত কুমার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্ডপ,দক্ষিণ রাজানগর শিল পাড়া পূজা মণ্ডপ,উত্তর পারুয়া মন্ডল পাড়া পূজা মণ্ডপসহ পূজা মণ্ডপ সমূহ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ।
পূজামণ্ডপে পরিদর্শনসহ শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী সভাপতি নুরুল আজিম,সহ সভাপতি ইউসুফ সিকদার,সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ,সহ সভাপতি কাজী মুহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মাস্টার আব্বাস আলী চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক এম.ওমর ফারুক,সমাজসেবা সম্পাদক প্রকৌশলী কাজী মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কল্যাণময় দেওয়ানজী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাস্টার শান্তনু বিশ্বাস,নির্বাহী সদস্য শহীদুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মিজানসহ পূজা মণ্ডপসমূহে সভাপতি ও সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্ব-স্ব পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন।

এ সময় নেতৃবৃন্দরা বলেন,“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি মিলনমেলা, যেখানে সবাই আনন্দ ভাগাভাগি করে। এই পূজা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ধর্মের ভিন্নতা থাকলেও আমরা সবাই একই দেশের নাগরিক, আমাদের সুখ-দুঃখ একে অপরের সাথে জড়িত। আসুন, বৈষম্য ও বিভেদ ভুলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি। দুর্গাপূজা হোক আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের উৎসব।”এসময় মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ সকলকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট