
জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ উপজেলার ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বিএনপির সংসদ মনোনয়ন প্রত্যাশী নুরুল আনোয়ার চৌধুরী।
দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) মাগরিবের পর এই শুভেচ্ছা উপহার বিতরণ করেন আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী। তিনি মণ্ডপে মণ্ডপে উপস্থিত হয়ে পূজা উদযাপন কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে তারেক রহমানের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার তুলে দেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চন্দনাইশ উপজেলার সাবেক সদস্য সচিব, আ.ক.ম. মোজাম্মেল হক, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিরু, যুগ্ম আহ্বায়ক
নুরুল হুদা বাবর, বিএনপি’র নেতা আইনুল হুদা চৌধুরী, নুরুল কবির, শহিদুল ইসলাম, ফোরকান তুলিন, আবদুল মান্নান রানাসহ, উপস্থিত ছিলেন বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
উপহার বিতরণের সময় আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী বলেন, “দেশনায়ক তারেক রহমান দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বিশ্বাস করেন, ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। দুর্গাপূজা বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যকে বহন করে। তিনি হিন্দু সম্প্রদায়ের এই বৃহত্তম উৎসবে তাদের আনন্দ ও নিরাপত্তার জন্য শারদীয় শুভেচ্ছা প্রদান করেছেন এবং উৎসব যেন নির্বিঘ্নে পালিত হয়, সেজন্য দলের সকল স্তরের নেতাকর্মীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।”