1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি: চন্দনাইশে টিসিবি খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু প্রথম দিনে পেলো ১ হাজার পরিবার সোনাইমুড়ীতে ফুটপাত দখলে ব্যবসায়িদের জরিমানা পটিয়ায় জিরি জগন্নাথ মন্দির বার্ষিক মহোৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি লায়ন ডা: নারায়ন নাথ কালুরঘাটে ট্রেন ত্রুটিতে যাত্রী ও যানবাহনের দুর্ভোগ জৈষ্ঠ্যেপুরা পাহাড়ে সাইক্লিস্টদের প্রকৃতি সফর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল

শিক্ষার্থীদের ভালোবাসায় বাউফল গার্লস স্কুলে ইউএনও আমিনুল ইসলামকে সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

সবুজ সরকার পটুয়াখালী।

পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম ও তার সহধর্মিণী নুরই আয়েশা সুচিকে সংবর্ধনা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন ইউএনও আমিনুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয়ের নিয়মিত পাঠদান শেষ হওয়ার পর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।

অনুষ্ঠানে ইউএনও বিদ্যালয়ের সীমানা প্রাচীরের উদ্বোধন করেন। এসময় তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন, শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন,
“আমাদের ইউএনও স্যার শিক্ষা খাতে আন্তরিকভাবে কাজ করছেন। বিদ্যালয়ের সভাপতি হিসেবে তিনি সবসময় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন। শিক্ষার্থীরা তাকে কাছ থেকে দেখে অনুপ্রাণিত হয়েছে।”

অভিভাবকরা জানান, ইউএনওর মতো একজন তরুণ, সৎ ও কর্মঠ কর্মকর্তা বাউফলে দায়িত্ব পালন করছেন—এটি এলাকাবাসীর জন্য সৌভাগ্যের বিষয়।

এসময় শিক্ষার্থীরা ফুল, নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে ইউএনও ও তার সহধর্মিণীকে বরণ করে নেয়। শিক্ষার্থীদের জন্য হালকা নাশতার আয়োজন করা হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ইউএনও ও তার সহধর্মিণীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

ইউএনও আমিনুল ইসলাম বলেন,
“আমি সবসময় চেষ্টা করি শিক্ষা, উন্নয়ন ও সুশাসনকে প্রাধান্য দিতে। শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছে, এটি আমার জীবনের বড় পাওয়া। আমি তাদের জন্য কাজ করাই আমার দায়িত্ব।”

পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ইউএনও ওই স্কুলের সভাপতি স্কুল ছুটির পরে“শিক্ষার্থীরা যদি আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে ইউএনওকে সংবর্ধনা দিয়ে থাকে, সেটি একটি ইতিবাচক দিক। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট