
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে গ্যাস ক্রস ফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিষ্ফোরণের আগুনে গুরুতর আহত শ্রমিক মোহাম্মদ আকিব (২০) নামে আরেকজন মারা যায়। গতকাল ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকিব। সে চন্দনাইশ পূর্ব ছৈয়দাবাদ পদ্মা ডেবার মো. আমিনের ছেলে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আকিবের ভাই মোহাম্মদ রানা। এই নিয়ে চন্দনাইশ বৈলতলী চরপাড়ায় সিলিন্ডার বিষ্ফোরণের দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। অপর ৩ জন আশঙ্কাজন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
গত ১৭ সেপ্টেম্বর ভোরে উপজেলার বৈলতলী চরপাড়া এলাকায় গ্যাস ক্রস ফিলিং গুদামে সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হলে গুদামে অবস্থানকারী মালিকসহ ১০জন শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুদামের মালিক মাহাবুর রহমান (৪৭), শ্রমিক যথাক্রমে মোহাম্মদ ইউসুফ (২৬), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ ছালেহ (৩৩), মো. হারুন (২০), মোহাম্মদ রিয়াজ (২১), গতকাল ২৫ সেপ্টেম্বর শ্রমিক মোহাম্মদ আকিব (১৭) মারা যায়। একই ঘটনায় মো. কফিল (২২), মো. লিটন (২৮) আহত হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। মালিক মাহবুব রহমানের ভাগিনা ম্যানেজার মো. সৌরভ রহমান (২৫) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজেনরা।