জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রমের রোগমুক্তি কামনায় চন্দনাইশ সদরস্থ হযরত আমিনুল্লাহ শাহ্ (রহ.) মাজার প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২০ সেপ্টেম্বর (শনিবার) বাদে আছর পৌর এলডিপির উদ্যোগে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. আইনুল কবির। আলোচনায় অংশ নেন হাজী আবদুল মাবুদ, আকতার উদ্দীন, সাবেক কাউন্সিলর সামশুল আলম, জমির হোসেন, আবদুল হামিদ, আলহাজ্ব অাবদুল মাবুদ চৌধুরী, আবদুল আজিজ, হারুন সওদাগর, মো. জাফর, মো. মহিউদ্দীন, মহসিন চৌধুরী, শাহাদাত হোসেন মুন্না, মাস্টার মাহফুজুর রহমান, সেলিম উদ্দীন, যুবদল নেতা মো. মোজাম্মেল হক, নজরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা মো. আরমান, মো. মানিক, মো. তুষার, মো. মারুফ, এনামুল হক মানিক, ছাত্রদল নেতা রবিউল করিম রবি। কর্ণেল অলির রোগমুক্তি কামনায় নেতাকর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ছাদেক হোসেন, মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম।