বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে এক প্রবাসীর ঘরে চুরি হয়েছে। শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সকালে এ চুরির ঘটনা জানতে পারেন প্রবাসীর পরিবার।
জানা গেছে, পৌর এলাকার ১ নাম্বার ওয়ার্ডের পশ্চিম কধুরখীল রহিম উল্লাহর বাড়ির প্রবাসী হাসান মনজুরের স্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বাপের বাড়িতে গিয়েছিলেন।
প্রবাসীর স্ত্রী তানজিনা সুলতানা বলেন, আমরা বাপের বাড়িতে গিয়েছিলাম। ঘরে কেউ ছিলো না। ঘরের সামনের দরজার তালার হুক কেটে ফেলেছে। ঘরের আলমিরায় রাখা নগদ ২০ হাজার টাকা ও প্রায় চার ভরি স্বর্ণের গয়নাগুলো নিয়ে গেছে। সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি। খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।