বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় আলিম ১ম বর্ষের ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার ফয়জুল বারী ফাযিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মদ খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস.এম মোদাচ্ছের। এছাড়া অত্র মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।