জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের পীর, শাহ্ ছুফি মাওলানা সৈয়দ ফজলুল হক (ক.) শাহজাদা, মাসিক “বরুমতির বাঁকে”র প্রকাশক, মাওলানা সৈয়দ মিনহাজুর রহমানের পিতা, গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন, পীরে ত্বরিকত মাওলানা শাহ ছুফি সৈয়দ শরীফুল আনোয়ার হাফেজনগরী (রহ.)‘র চেহলাম সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফে অনুষ্ঠিত হয়।
গত ১২ সেপ্টেম্বর সকাল থেকে খতমে কুরআন, মিলাদ, জিকির, ছেমা মাহফিল, অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি হাজারো ভক্ত মুরিদানদের খাবারের আয়োজন করা হয়। এ সময় তাঁর জীবনী নিয়ে ভক্তবৃন্দ ব্যাপকভাবে আলোচনা করেন
সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীল ছৈয়দ তৌহিদুল আনোয়ার, ছৈয়দ শহিদুল আনোয়ার, ছৈয়দ ফরিদুল আনোয়ার, ছৈয়দ জুনাইদুল আনোয়ার, ছৈয়দ শফিউল আনোয়ার, ছৈয়দ মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী, সৈয়দ আসাদ উদ্দিন রিয়াদ, সৈয়দ বোরহান উদ্দিন, সৈয়দ ফয়সাল উদ্দিন,
বারিয়া দরবার শরীফের পীরে কামেল অাল্লামা সৈয়দ বদরুদ্দোজা বারী, পীরে কামেল আল্লামা সামসুদ্দোহা বারী, পীরে কামেল ছৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরী, শাহজাদা ছৈয়দ আসিফ নঈম উদ্দীন আহমেদ মাইজভান্ডারী, সৈয়দ মুফতি হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী, শাহজাদা সাইফুল ইসলাম বারী।