1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লজিং মাস্টার ও ছাত্র জীবন -লায়ন মোঃ আবু ছালেহ্ নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি: চন্দনাইশে টিসিবি খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু প্রথম দিনে পেলো ১ হাজার পরিবার সোনাইমুড়ীতে ফুটপাত দখলে ব্যবসায়িদের জরিমানা পটিয়ায় জিরি জগন্নাথ মন্দির বার্ষিক মহোৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি লায়ন ডা: নারায়ন নাথ কালুরঘাটে ট্রেন ত্রুটিতে যাত্রী ও যানবাহনের দুর্ভোগ জৈষ্ঠ্যেপুরা পাহাড়ে সাইক্লিস্টদের প্রকৃতি সফর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক (অতি.দা.) মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা গ্রাম আদালতের প্রচার প্রচারণায় সহযোগিতা করুন। এতেকরে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানবে এবং গ্রাম আদালতের সেবা গ্রহণ করতে পারবে। আর আপনাদের প্রচারণায় তারা উপকৃত হবে। লক্ষ্মীনারায়ণপুর থিয়েটার ও হ্যাবিটেড ফর হিউম্যানেটি বাংলাদেশ, নোয়াখালীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যৌথভাবে গ্রাম আদালতের উপর একটি নাটিকা তৈরী করতে পারেন। এতে করে গ্রাম আদালতে প্রচারনা আরো ভালো হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গ্রাম আদালতের সেবা গ্রহিতাদের সাকসেস কেস স্টোরি নিয়ে সংবাদ প্রকাশ করলে এতেও গ্রাম আদালতের প্রচারণায় মানুষ সচেতন হবে।

গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন বলেন, আজকের সভার মূল উদ্দেশ্য হলো সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তর এবং বেসরকারি সংস্থার বিভিন্ন কার্যক্রমের সাথে গ্রাম আদালতকে সম্পৃক্ত করা। যাতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে গ্রামীণ পর্যায়ের মানুষ যাতে গ্রাম আদালত সেবা সম্পর্কে জানে।

প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, গ্রাম আদালত প্রান্তিক মানুষের আশা-আকাঙ্ক্ষার জায়গা। এটি একটি মহৎ উদ্যোগ। একটা মানুষ যদি তার ছোটখাটো একটা সমস্যা নিয়ে উচ্চতর আদালতে যায়, তখন তার ভোগান্তি কতটুকু হবে তা আপনারা ভেবে দেখুনতো! প্রাতিষ্ঠানিকভাবে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করতে হবে। আর এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট