1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের মিলাদ ও দোয়া মাহফিল মহা সড়কে পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের নাকধরা মানববন্ধন কর্মসূচি বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা চাঁদা না দিয়ে থানায় অভিযোগ করায় হিজড়াদের ওপর হামলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ের ১৫ হাজার বর্গফুট জমি উদ্ধার নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা বোয়ালখালীতে খান ফাউন্ডেশনের যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ চাটখিলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রতিযোগিতার প্রথম অডিশন  চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয় কমিটি গঠিত।

চাটখিলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২৯ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণে উপজেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমন্বয়কারী রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন।

স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, গ্রাম আদালতে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা যায়। কিন্তু, দেখা যায় এ বিরোধগুলো গ্রাম আদালতে আসেনা। এ বিষয়গুলো দেখা যায় আপনারা শালিশ করে দেন অথবা ভিকটিম থানা বা কোর্টে চলে যায়। আপনারা এধরনের অভিযোগ গ্রাম আদালতে নিয়ে এসে গ্রাম আদালতকে সক্রিয় করুন। এতে মানুষ অল্প সময়ে গ্রাম আদালতের মাধ্যমে সঠিক বিচার পাবে।

এতে অংশগ্রহণ করেন উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে চাটখিল উপজেলার গ্রাম আদালতের চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন, উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান।

ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন বলেন, এ উপজেলায় গ্রাম আদালতে মামলা কম আসছে। বেশির ভাগ ইউনিয়নে গত মাসের রিপোর্টেও শূণ্য মামলা দেখা গেছে। তার মানে এই নয় যে, ঐ সকল ইউনিয়নে কোনো বিরোধ সংগঠিত হয় না। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা খেয়াল রাখবেন সেই বিরোধগুলো শালিশীভাবে না গিয়ে গ্রাম আদালতে আসে। এতে মানুষ আইনের মাধ্যমে অল্প সময়ে সঠিক বিচার পাবে। গ্রাম আদালতের বিষয়ে মানুষতে বোঝাতে হবে, গ্রাম আদালতের প্রতি মানুষের যাতে আগ্রহ বাড়ে সে হিসেবে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি গ্রাম আদালত আইন ২০০৬ ও বিধিমালা ২০১৬ নিয়েও দীর্ঘ সময় ধরে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট