1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লজিং মাস্টার ও ছাত্র জীবন -লায়ন মোঃ আবু ছালেহ্ নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি: চন্দনাইশে টিসিবি খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু প্রথম দিনে পেলো ১ হাজার পরিবার সোনাইমুড়ীতে ফুটপাত দখলে ব্যবসায়িদের জরিমানা পটিয়ায় জিরি জগন্নাথ মন্দির বার্ষিক মহোৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি লায়ন ডা: নারায়ন নাথ কালুরঘাটে ট্রেন ত্রুটিতে যাত্রী ও যানবাহনের দুর্ভোগ জৈষ্ঠ্যেপুরা পাহাড়ে সাইক্লিস্টদের প্রকৃতি সফর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চাটখিলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১২৮ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণে উপজেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমন্বয়কারী রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন।

স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, গ্রাম আদালতে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা যায়। কিন্তু, দেখা যায় এ বিরোধগুলো গ্রাম আদালতে আসেনা। এ বিষয়গুলো দেখা যায় আপনারা শালিশ করে দেন অথবা ভিকটিম থানা বা কোর্টে চলে যায়। আপনারা এধরনের অভিযোগ গ্রাম আদালতে নিয়ে এসে গ্রাম আদালতকে সক্রিয় করুন। এতে মানুষ অল্প সময়ে গ্রাম আদালতের মাধ্যমে সঠিক বিচার পাবে।

এতে অংশগ্রহণ করেন উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে চাটখিল উপজেলার গ্রাম আদালতের চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন, উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান।

ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন বলেন, এ উপজেলায় গ্রাম আদালতে মামলা কম আসছে। বেশির ভাগ ইউনিয়নে গত মাসের রিপোর্টেও শূণ্য মামলা দেখা গেছে। তার মানে এই নয় যে, ঐ সকল ইউনিয়নে কোনো বিরোধ সংগঠিত হয় না। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা খেয়াল রাখবেন সেই বিরোধগুলো শালিশীভাবে না গিয়ে গ্রাম আদালতে আসে। এতে মানুষ আইনের মাধ্যমে অল্প সময়ে সঠিক বিচার পাবে। গ্রাম আদালতের বিষয়ে মানুষতে বোঝাতে হবে, গ্রাম আদালতের প্রতি মানুষের যাতে আগ্রহ বাড়ে সে হিসেবে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি গ্রাম আদালত আইন ২০০৬ ও বিধিমালা ২০১৬ নিয়েও দীর্ঘ সময় ধরে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট