1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আইডি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান হাটহাজারী হামলার প্রতিবাদে বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিএনপিকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে -মোস্তাক আহমদ খান চন্দনাইশে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন চন্দনাইশে সাতবাড়িয়া পলিয়াপাড়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত শাহ মাবুদিয়া দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) জুলুস আজ বোয়ালখালীর হাওলা কুতুবিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) কর্ণফুলী নদীতে অভিযান, ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ আগামী প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে – চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

চাটখিলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণে স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার সময় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমন্বয়কারী রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যগন, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশার মানুষ।

এসময় ডিস্ট্রিক্ট ম্যানেজার গ্রাম আদালত আইন ২০০৬ ও বিধিমালা ২০১৬ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গ্রামের ছোটোখাটো দেওয়ানী ও ফৌজদারী বিরোধ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তি হয়। যার মূল্যমান ৩ লক্ষ টাকার মধ্যে। আর, তা নিষ্পত্তি করতে হয় গ্রাম আদালতের এজলাসে বসে। আবেদনকারী ১ জন ইউপি সদস্য ও ১ জন স্থানী ব্যক্তি এবং প্রতিবাদী ১ জন ইউপি সদস্য ও ১ জন স্থানী ব্যক্তি মনোনয়ন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট ৫ জনকে নিয়ে গ্রাম আদালত গঠণ করে বিচার প্রক্রিয়া পরিচালনা করতে হয়। কিন্তু, এই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত মামলা হচ্ছেনা। সেগুলো শালীশ অথবা থানা বা কোর্টে চলে যায়। ছোটোখাটো বিরোধ নিয়ে যাতে কেউ থানা বা কোর্টে না গিয়ে গ্রাম আদালতে আসে তার জন্য আপনাদের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।

উপস্থিত অংশগ্রহণকারীরা গ্রাম আদালতে মামলা বৃদ্ধির বিষয়ে নানা রকম পরামর্শ দেন এবং সহযোগিতা করবেন বলেও জানান।

সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন বলেন, আমরা সব সময় বিভিন্ন মামলার সমাধা করে দেই। কিন্তু, এখানে এখতিয়ারের একটা বিষয় আছে। আবার কিছু মামলা থানায় অথবা কোর্টে চলে যায়। এ সকল কারণে আমাদের গ্রাম আদালতে মামলা হয় না। তবে, আমরা আজ থেকে গ্রাম আদালতে মামলার গ্রহণের বিষয়ে কাজ করবো এবং গ্রাম আদালতকে সক্রিয় করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট